KKR Brendon McCullum : কেকেআর অনুশীলনে ফুটবল সেশনে মাতলেন রাসেল থেকে কোচ ম্যাকালাম

Last Updated:

KKR all rounder Andre Russell shows brilliant football skill during practice. ব্যাটে, বলে নয়! ফুটবলে নজর কাড়লেন আন্দ্রে রাসেল

ব্যাটে, বলে নয়! ফুটবলে নজর কাড়লেন আন্দ্রে রাসেল
ব্যাটে, বলে নয়! ফুটবলে নজর কাড়লেন আন্দ্রে রাসেল
#মুম্বই: আইপিএলের ইতিহাসে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স দুবার চ্যাম্পিয়ন। কিন্তু আজ পর্যন্ত কেকেআর জার্সিতে শতরান শুধুমাত্র একজনের দখলে। প্রথমবার আইপিএলে ব্রেন্ডন ম্যাকালামের বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই অনবদ্য সেঞ্চুরি ভোলা সম্ভব নয় ক্রিকেটপ্রেমীদের। তারপর রাসেল, গিল, গৌতম গম্ভীর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ক্রিস লিন ... অনেকেই মনে রাখার মতো ইনিংস খেলেছেন। কিন্তু নাইট রাইডার্স জার্সিতে তিন অঙ্কের ফিগার স্পর্শ করতে পারেননি।
যখন খেলতেন, তখন দুর্দান্ত রিফ্লেক্স ছিল। কোচ হয়েও ব্রেন্ডন ম্যাকালামের সেই দুর্ধর্ষ রিফ্লেক্স ছিঁটেফোটাও ঘাটতি এল না। শনিবার কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে (কেকেআর) ফুটি সেশনের সময় পরপর দুটি দুর্দান্ত শট বাঁচালেন নাইট কোচ। যে ভিডিয়োয় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। শনিবার কেকেআরের অনুশীলনে ফুটবল খেলা হয়। একটি দলের গোলকিপার ছিলেন প্রাক্তন উইকেটকিপার ম্যাকালাম।
advertisement
advertisement
সেই সময় গোলের দিকে জোরালো শট ধেয়ে আসে। দুর্দান্ত রিফ্লেক্সের পরিচয় দিয়ে সেই বল বাঁচিয়ে দেন। ফিরতি বলে আরও একটি জোরালো শট ধেয়ে আসে গোলের দিকে। সেই শটও ততধিক ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেন ম্যাকালাম। ফুটবলের পরিভাষায় সেই বিষয়টিকে দুর্দান্ত ‘ডবল সেভ’ করেন। আগামী ২৬ মার্চ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে চলেছে কেকেআর।
advertisement
সেজন্য ইতিমধ্যে জোরকদমে অনুশীলন শুরু করেছে কেকেআর। নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার কেকেআরকে সাফল্য এনে দিতে পারেন কিনা সময় বলবে। তবে ব্রেন্ডন ম্যাকালাম মনে করেন শ্রেয়স ক্ষমতা রাখেন এবারের আইপিএলে নাইট রাইডার্স দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার। সেদিকেই তাকিয়ে থাকবেন সোনালী বেগুনি জার্সির সর্মথকরা। তবে কেকেআর ফুটবল অনুশীলনে দুরন্ত স্কিল দেখিয়ে সকলের নজর কাড়লেন আন্দ্রে রাসেল। ড্রিবল, পাস থেকে গোল করা সব করলেন ক্যারিবিয়ান তারকা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR Brendon McCullum : কেকেআর অনুশীলনে ফুটবল সেশনে মাতলেন রাসেল থেকে কোচ ম্যাকালাম
Next Article
advertisement
RPF: সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
  • বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পূর্ব রেলের আরপিএফ-এর মালদহ ডিভিশন৷ আরপিএফ জওয়ানদের তৎপরতায় উদ্ধার হল ৭৯০টি জীবিত কচ্ছপ।

VIEW MORE
advertisement
advertisement