Aaron Finch, KKR : বাংলা নববর্ষে ইলিশ মাছ খেয়ে কেকেআরকে জেতাবেন! কথা দিলেন অ্যারন ফিঞ্চ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
KKR Aaron Finch will taste Hilsa fish in Bengali new year reveals Australian cricketer. বাংলা নববর্ষে পাতে ইলিশের পাতুরি চান নাইট তারকা অ্যারন ফিঞ্চ
#মুম্বই: শুধু প্রথম ম্যাচে ৪৪ করেছিলেন। তারপর থেকে চার ম্যাচে ব্যর্থ অজিঙ্কা রাহানে। শুক্রবার সানরাইজার্স হায়দারাবাদ ম্যাচে তিনি খেলবেন না এমন সম্ভাবনা প্রবল। তার জায়গায় ওপেন করতে পারেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ফলে বসতে হতে পারে স্যাম বিলিংসকে। চার জন বিদেশি হতে পারেন ফিঞ্চ, রাসেল, নারিন, প্যাট কামিন্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে সম্প্রতি নাইট শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ।
মঙ্গলবার তাঁকে নিয়ে দলের টুইটার হ্যান্ডলে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছিল। কলকাতা শিবিরে যোগ দিয়েছেন আর খাওয়াদাওয়ার কথা হবে না, তেমনটা আবার হয় নাকি? খুব স্বাভাবিকভাবেই বাঙালিদের অন্যতম পছন্দের খাবার ইলিশ মাছ সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হয়। ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ইশা গুহ ফিঞ্চকে এই প্রশ্ন করেন যে কখনও ইলিশ মাছ তিনি খেয়েছেন কিনা।
advertisement
advertisement
Day 1️⃣ in the nets rightly done ✅ “𝙒𝙚𝙡𝙘𝙤𝙢𝙚, 𝙁𝙞𝙣𝙘𝙝𝙮” 💜@AaronFinch5 • #KnightsTV presented by @glancescreen | #KKRHaiTaiyaar #IPL2022 pic.twitter.com/GexViEA3Jn
— KolkataKnightRiders (@KKRiders) April 13, 2022
ফিঞ্চের চটপট উত্তর, না, আমি এখনও খাইনি। তবে শুনেছি যে সামনেই বাংলার নববর্ষ আসতে চলেছে। সেই সময় আমি অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করব। ইলিশ মাছে প্রচুর কাটা। ফিঞ্চ বলছেন পুরোটা না পারলেও কিছুটা খাওয়ার চেষ্টা করবেন। আইপিএলে ৮৭ ম্যাচ খেলে ফিঞ্চের রান ২০০০। দেড় কোটি টাকায় তিনি যোগ দিয়েছেন বলে জানা গেছে।
advertisement
অতীতে অ্যারন ফিঞ্চ আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স এবং পুনের হয়ে আইপিএল খেলেছেন। খুব সফল বলা যাবে না। এর আগে বিভিন্ন সময়ে আইপিএলে চোট পেয়েছেন। ফ্লপ করেছেন। কিন্তু তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই।
তাই ফিঞ্চ যদি বেগুনি সোনালী জার্সিতে সফল হন, তাহলে কিছু আশ্চর্যের নেই। পাশাপাশি দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম যেরকম আগ্রাসী ব্যাটিং পছন্দ করেন, সেটা করার ক্ষমতা আছে ফিঞ্চের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2022 1:44 PM IST