বিরাট কোহলির ভক্ত হলেই অর্ডারে ৮২ টাকা ছাড়! Swiggy-র অফারে দিল খুশ গ্রাহকদের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
King Kohli 82 Coupon by Swiggy: অসাধারণ মার্কেটিং স্ট্র্য়াটেজি সুইগির। এই ছবি ভাইরাল হল সোশ্য়াল মিডিয়ায়।
#কলকাতা: আপনি কি বিরাট কোহলির ভক্ত! তা হলে আপনিও পেতে পারতেন ৮২ টাকা ছাড়। ফুড ডেলিভারি অ্যাপ সুইগির এই অফার গ্রাহকদের মন ভাল করে দিল।
গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচটি ছিল ক্রিকেটের অন্যতম ঐতিহাসিক ম্যাচ। রবিবার একটা সময় মনে হয়েছিল, ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিততে পারবে না। প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করেছিল ১৫৯ রান। সেই রান তুলতে নেমে শুরুতেই রোহিত ও রাহুলের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
আরও পড়ুন- গোটা দেশে অনলাইন শপিং মুখ থুবড়ে পড়েছিল বিরাট কোহলির জন্য! চাঞ্চল্যকর রিপোর্ট
দীর্ঘদিন অফ ফর্মে ছিলেন বিরাট কোহলি। তবে পাকিস্তানের বিরুদ্ধে এদিন তিনি যে ইনিংসটা খেলেছিলেন, তা ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ৫৩ বলে ৮২ রান করেন তিনি। তাঁর দুরন্ত ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে যায় গোটা বিশ্ব।
advertisement
advertisement
শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৬ রান। এর পর ৩ বল ও ১৩ রান। ক্যাপ্টেন বিরাট কোহলি যে অলৌকিক কাজটি করেছিলেন, তার পর ভারতে আগাম দীপাবলি উদযাপিত হয়েছিল।
ভারতীয়রা যখন পাকিস্তানের বিরুদ্ধে তাদের জয়ের পর উদযাপন করছিলেন, তখন সুইগি গ্রাহকদের আকর্ষণ করার জন্য একটি দারুণ অফার নিয়ে এসেছিল। সুইগির সেই অফার সোশ্যাল মিডিয়ায় সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। 'KingKohli82' নামের একটি কুপন দিয়েছিল Swiggy। অর্থাৎ বিরাট কোহলির নামে সেই কুপনে গ্রাহকরা ৮২ টাকা ছাড় পেয়েছিলেন।
advertisement
আরও পড়ুন- 'বাবর আজম পবিত্র গরুর মতো', পাক অধিনায়ককে চাচাছোলা আক্রমণ হাফিজের
সুইগির এই কুপনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন সোহিনী এম নামের একজন। সেই ছবিটি শেয়ার করার সময় তিনি এটিকে অসাধারণ মার্কেটিং স্ট্র্যাটেজি বলে ক্যাপশন দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। সুইগির অফার ছিল প্রথম ৪০ হাজার গ্রাহকের জন্য। সুইগির কুপন শেষ হয়ে গিয়েছিল কয়েক মিনিটে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2022 4:18 PM IST