Kerala Viral Cricket Ground: ঘন জঙ্গলের মাঝে ক্রিকেট মাঠ! ভাইরাল ছবি দেখেছেন? ভারতের আশ্চর্য জায়গা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
জঙ্গল, পাহাড়ে ঘেরা। চারপাশে গাছ আর গাছ! জঙ্গলের শান্ত অংশে বিস্তৃত একটি খেলার মাঠ! প্রকৃতির মাঝে আদর্শ খেলার জায়গা। ইন্টারনেটে এই মাঠটি দেখে অনেকে অবাক হয়ে গিয়েছে।
নয়াদিল্লি: জঙ্গল, পাহাড়ে ঘেরা। চারপাশে গাছ আর গাছ! জঙ্গলের শান্ত অংশে বিস্তৃত একটি খেলার মাঠ! প্রকৃতির মাঝে আদর্শ খেলার জায়গা। ইন্টারনেটে এই মাঠটি দেখে অনেকে অবাক হয়ে গিয়েছে।
কেরলের ত্রিশূর জেলার এই নির্জন ক্রিকেট মাঠ রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। যিনি এই ক্রিকেট গ্রাউন্ডের ছবি দেখেছেন, তিনি মুগ্ধ হয়ে গেছেন। সবাই ভাবছে যে এত ঘন জঙ্গলের মধ্যে কে এত সুন্দর ক্রিকেট গ্রাউন্ড তৈরি করেছে।
এই মাঠটি ভরন্দরাপ্পিলিতে হ্যারিসন্স মালয়ালাম প্ল্যান্টেশনের ভিতরে পালাপ্পিলি ক্রিকেট মাঠ। ড্রোন ক্যামেরা থেকে তোলা ছবিগুলিতে একবারের জন্য এই গ্রাউন্ড আমাজনের রেন ফরেস্টের মতোও লাগতে পারে।
advertisement
advertisement
সম্প্রতি ওই মাঠের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সাধারণ স্টেডিয়াম এবং টার্ফ দিয়ে সাজানো মাঠ থেকে দূরে এই মাঠটি গাছ এবং সংকীর্ণ পথে ঘেরা জায়গায় অবস্থিত।
আরও পড়ুন- চিয়ারলিডারের সঙ্গে প্রেম, তার পর বাড়ির বউ! কেকেআর তারকা যা করেছিলেন, সবাই অবাক
কেরালাকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ‘ঈশ্বরের আপন দেশ’ বলা হয়। এই শান্ত ক্রিকেট মাঠ কেরালার সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে দিয়েছে!
advertisement
advertisement
এই মাঠ কয়েক দশক আগে আবিষ্কার হয়েছিল। মাতৃভূমি ডট কমের রিপোর্ট অনুযায়ী, এটি প্রথমে হ্যারিসন মালয়ালাম কোম্পানি তাদের বাগানের শ্রমিকদের বিনোদনের জন্য তৈরি করেছিল। তখন থেকে এখানে শুধু কোম্পানির কর্মচারী নয়, স্থানীয় লোকেরাও এসে খেলতে শুরু করে।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রীজিত এস তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল @notonthemap-এ এই মাঠের ড্রোন-শট ভিডিও পোস্ট করেছিলেন। এই ভিডিও ৫১ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। ৫.৫ মিলিয়ন লাইক পেয়েছে এবং হাজার হাজার কমেন্টস পেয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 12:34 AM IST