KKR: চিয়ারলিডারের সঙ্গে প্রেম, তার পর বাড়ির বউ! কেকেআর তারকা যা করেছিলেন, সবাই অবাক

Last Updated:
২০১২ সালে সাশার সঙ্গে প্রথম দেখা হয় কুইন্টন ডি ককের। ক্রিকেট মাঠে দেখা। চ্যাম্পিয়ন্স লিগে হাইভেল্ড লায়ন্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন দু'জনের প্রথম দেখা। তিন বছর ধরে তাঁরা ডেটিং করেন।
1/6
খেলতে খেলতে চিয়ারলিডারের সঙ্গে প্রেম। তবে সেই প্রেম যে বিয়ে পর্যন্ত গড়িয়ে যাবে কে জানত! কেকেআরের তারকা ক্রিকেটারের প্রেম কাহিনি সিনেমাকেও হার  মানাতে পারে।
খেলতে খেলতে চিয়ারলিডারের সঙ্গে প্রেম। তবে সেই প্রেম যে বিয়ে পর্যন্ত গড়িয়ে যাবে কে জানত! কেকেআরের তারকা ক্রিকেটারের প্রেম কাহিনি সিনেমাকেও হার মানাতে পারে।
advertisement
2/6
কুইন্টন ডি কক ও সাশা হার্লির প্রেম কাহিনি অনেকেরই অজানা। সাশা হার্লি ছিলেন চিয়ারিডার। সাশার রূপে মুগ্ধ হন কুইন্টন। প্রথমে আলাপ, তার পর প্রেম, আর সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে।
কুইন্টন ডি কক ও সাশা হার্লির প্রেম কাহিনি অনেকেরই অজানা। সাশা হার্লি ছিলেন চিয়ারিডার। সাশার রূপে মুগ্ধ হন কুইন্টন। প্রথমে আলাপ, তার পর প্রেম, আর সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে।
advertisement
3/6
২০১২ সালে সাশার সঙ্গে প্রথম দেখা হয় কুইন্টন ডি ককের। ক্রিকেট মাঠে দেখা। চ্যাম্পিয়ন্স লিগে হাইভেল্ড লায়ন্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন দু'জনের  প্রথম দেখা। তিন বছর ধরে তাঁরা ডেটিং করেন। ২০১৬ সালে কুইন্টন-সাশার বিয়ে হয়।
২০১২ সালে সাশার সঙ্গে প্রথম দেখা হয় কুইন্টন ডি ককের। ক্রিকেট মাঠে দেখা। চ্যাম্পিয়ন্স লিগে হাইভেল্ড লায়ন্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন দু'জনের প্রথম দেখা। তিন বছর ধরে তাঁরা ডেটিং করেন। ২০১৬ সালে কুইন্টন-সাশার বিয়ে হয়।
advertisement
4/6
ডি ককের সঙ্গে বিয়ের পর আর সাশাকে চিয়ারলিডার হিসেবে দেখা যায়নি। একবার তো ডি কক এক সাক্ষাৎকারে সবাইকে অবাক করে দেন। তিনি বলেন, বাড়িতে থাকলে আমি বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকি। আমার স্ত্রী রিল্যাক্স করে।
ডি ককের সঙ্গে বিয়ের পর আর সাশাকে চিয়ারলিডার হিসেবে দেখা যায়নি। একবার তো ডি কক এক সাক্ষাৎকারে সবাইকে অবাক করে দেন। তিনি বলেন, বাড়িতে থাকলে আমি বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকি। আমার স্ত্রী রিল্যাক্স করে।
advertisement
5/6
২০২২ সালে কুইন্টন ডি কক ও সাশা মা-বাবা হন। তাঁদের সংসারে আসে কন্যা কিয়ারা। কেকেআরের ম্যাচ থাকলেও সাশাকে খুব একটা মাঠে দেখা যায় না। তিনি এখন ক্রিকেট মাঠ থেকে অনেকটাই দূরে থাকেন।
২০২২ সালে কুইন্টন ডি কক ও সাশা মা-বাবা হন। তাঁদের সংসারে আসে কন্যা কিয়ারা। কেকেআরের ম্যাচ থাকলেও সাশাকে খুব একটা মাঠে দেখা যায় না। তিনি এখন ক্রিকেট মাঠ থেকে অনেকটাই দূরে থাকেন।
advertisement
6/6
কেকেআর এই মরশুমে প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে কুইন্টন ডি কক মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত। তবে কেকেআরের জার্সিতে তাঁর মারমুখী ব্যাটিং এবার খুব একটা দেখা যায়নি।
কেকেআর এই মরশুমে প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে কুইন্টন ডি কক মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত। তবে কেকেআরের জার্সিতে তাঁর মারমুখী ব্যাটিং এবার খুব একটা দেখা যায়নি।
advertisement
advertisement
advertisement