ক্রিকেটে ফের ব্যক্তিগত ৪০০ রান, ইতিহাস তৈরি করলেন ভারতীয় ব্যাটার

Last Updated:

Prakhar Chaturvedi: টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড এখনও অটুট রয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে লারার ৪০০-ই এখনও সর্বাধিক ব্যক্তিগত স্কোর। এবার ৪০০ রান করে নয়া ইতিহাস তৈরি করলেন ভারতের তরুণ ব্যাটার।

ক্রিকেটে ফের ব্যক্তিগত ৪০০ রান
ক্রিকেটে ফের ব্যক্তিগত ৪০০ রান
টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড এখনও অটুট রয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে লারার ৪০০-ই এখনও সর্বাধিক ব্যক্তিগত স্কোর। এবার আন্তর্জাতিক ক্রিকেট না হলে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ রান করে নয়া ইতিহাস তৈরি করলেন ভারতের তরুণ ব্যাটার। রেকর্ড বুকে জায়গা করে নিলেন কর্ণাটকের প্রখর চতুর্বেদি।
কোচবিহার ট্রফির ফাইনালে এই ঐতিহাসিক ইনিংস খেলেন কর্ণাটকের প্রখর চতুর্বেদি। মহারাষ্ট্র দলের মোট রানের থেকে বেশি রান করেন প্রখর। ম্যাচে কর্নাটক টসে জিতে ফিল্ডিং নেয়। মুম্বই প্রথমে ব্যাটিং করে ৩৮০ রান করে। রান তাড়া করতে নেমে ২২৩ ওভারে ৮৯০/৮ তুলে ডিক্লেয়ার করে কর্ণাটক। একাই অপরাজিত ৪০৪ রানের ইনিংস খেলেন প্রখর চতুর্বেদি। ৬৩৮ বল ব্যাট করে ৪৬টি চার ও ৩টি ছয় মেরেছেন তিনি।
advertisement
কোচবিহার ট্রফির ফাইনালে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রান করলেন প্রখর। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় ইনিংস খেলা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে জয়গা করে নিয়েছেন কর্ণাটকের প্রখর। ৪৪৩ রান করে শীর্ষে রয়েছেন ভৌসাহেব বাবাসাহেব নিম্বালকর। ১৯৪৮ সালে পুনেতে কাথিয়াওয়ারের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে এই রান করেছিলেন।
advertisement
advertisement
প্রখর চতুর্বেদির ইনিংসের সৌজ্যন্যেই মহারাষ্ট্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোচবিহার। তবে এদিন প্রখর চতুর্বেদির ইনিংসের প্রশংসায় ক্রিকেট বিশেষজ্ঞরা। ইতিহাসের পাতায় কর্ণটকের তরুণ ব্য়াটার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেটে ফের ব্যক্তিগত ৪০০ রান, ইতিহাস তৈরি করলেন ভারতীয় ব্যাটার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement