কলকাতা: ছেলেদের ব্যর্থতা। তবে পুষিয়ে দিল মেয়েরা। ইস্টবেঙ্গল ক্লাবে শেষমেশ ট্রফি এল। তাও আবার মেয়েদের হাত ধরে। ক্যাপ্টেন বুলি সরকারের নেতৃত্বাধীন মহিলা ফুটবল দল কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করল।
শ্রীভূমি ফুটবল ক্লাবকে ফাইনালে এক গোলে হারিয়ে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন লাল-হলুদ। ধারে ভারে এদিন ইস্টবেঙ্গল এগিয়ে ছিল। কারণ এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের মেয়েরা ধারাবাহিক ভাল খেলেছে। এমনকী একটি ম্যাচে ৩৫ গোল দেওয়ার রেকর্ডও করেছিলেন তাঁরা। তবে সেই ইস্টবেঙ্গলকে ফাইনালে চাপে রাখল শ্রীভূমি।
আরও পড়ুন- আইসিসি ট্রফির ফাইনালে বারবার ধাক্কা, আজ ভাগ্য বদলানোর লড়াই ভারতের মেয়েদের
ম্যাচের ৮৭ মিনিটে হেডে গোল করেন ইস্টবেঙ্গলের সুরঞ্জনা রাউল। ওই গোলটাই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। তবে এই ম্যাচে সব থেকে বেশি কথা হল বুলি সরকারকে নিয়ে। তিনি ইস্টবেঙ্গলের এই দলের ক্যাপ্টেন। ফাইনাল ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান তিনি। মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলেন। দলকে চ্যাম্পিয়ন করেন।
শেষ পর্যন্ত অবশ্য কন্যাশ্রী কাপের ট্রফিটা মাঠে সবার সঙ্গে ছুঁয়ে দেখতে পারেননি বুলি সরকার। ম্যাচের মাঝে চোট পান তিনি। মাঠে স্ট্রেচার আসে। কিন্তু তিনি মাঠ ছাড়তে চাননি। মাথায় ব্যান্ডেজ নিয়েই পুরো সময় খেলেন। তিনি গোলের তলায় ছিলেন বলে শ্রীভূমির একের পর এক আক্রমণ বাধা পায়।
বুলি সরকার ম্যাচ শেষ হতেই অ্যাম্বুলেন্সে চেপে হাসপাতালের উদ্দেশে রওনা হন। ফলে সবার সঙ্গে মাঠে আর তাঁর ট্রফি তোলা হয়নি। তবে তাঁর এই লড়াই ইস্টবেঙ্গল সমর্থকরা মনে রাখবেন।
আরও পড়ুন- হারের বদলার জন্য ফুটছে! প্লেয়িং ইলেভেন বড় চমক নাকি পিচই ভিলেন, রইল আপডেট
এর আগে ভারতীয় দলের প্রাক্তন তারকা স্পিনার অনিল কুম্বলে চোয়াল ভেঙে যাওয়ার পরও ব্যান্ডেজ বেঁধে মাঠে ছিলেন। খেলেছিলেন পুরো ম্যাচ। উইকেট তুলেছিলেন। এবার বুলি সরকারও দলের জন্য নিজেকে উজাড় করে দিলেন। খেলার মাঠে নজির সৃষ্টি করলেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal, Kanyashree