সেনওয়েস পার্ক: অনুর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ইতিহাসের পাতায় নাম লেখানোর হাতছানি শেফালি ভার্মা, শ্বেতা শেরাওয়াত, রিচা ঘোষদের। প্রতিযোগিতায় শুধু অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিয়ে দুরন্ত পারফর্ম করেছে ভারতে মেয়েরা। তবে ফাইনালের চাপ যে অন্যরকম তা ভালো করে জানেন এই দলে অধিনায়ক শেফালি ভার্মা ও উইকেট রক্ষক রিচা ঘোষ। কারণ ভারতীয় সিনিয়র দলের হয়ে বিশ্ব কাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে শুধু এই দুজনের।
রবিবাসরীয় ফাইনাল শুধুমাত্র ভারতের অনুর্ধ্ব ১৯ দলের মেয়েদের কাছেই নয়, ভারতীয় মহিলা ক্রিকেটের কাছে ভাগ্যের চাকা নিজেদের পক্ষে ঘোরানোর লড়াই। কারণ এর আগে আইসিসি ট্রফিতে ভারতীয় মহিলা দলে ফাইনালের ট্র্যাক রকের্ড মোটেই সুখের নয়। একদিনের বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপের ফাইনালে একাধিকবার পৌছলেও ট্রফি ঘোরে আসেনি। সন্তষ্ট থাকতে হয়েছে রানার্সআপ হয়ে। ফলে আদ শেফালির ভার্মার দলের দিকে তাকিয়ে গোটা দেশ।
প্রসঙ্গত, ২০০৫ সালে প্রথম বার ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ২০১৭ সালে ফের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল খেলে ভারত। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডই। মাত্র ৯ রানে হার ভারতের। এ খানেই শেষ নয়। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বার ফাইনালে ওঠে ভারতের মহিলা ক্রিকেট দল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। এমনকী কমনওয়েল গেমসের ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতের মেয়েদর।
আরও পড়ুনঃ লড়াই মূলত ভারতীয় ব্যাটিং বনাম ইংল্যান্ড বোলিং, বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের হাতছানি শেফালিদের
তবে অতীতকে মাথায় রেখে আজকের মেগা ম্যাচে নামতে নারাজ শেফালি ভার্মা, শ্বেস শেরাওয়াতরা। হার-জিতের বিষয় নিশ্চিৎভাবে কেউই কোনওদিন বলতে পারেনি। ব্যক্তিগত পারফরম্যান্স শক্তি হলেও দলগত সংহতিতেই ব্রিটিশ বধ করতে চাইছে ভারতীয় দল। মাঠে নেমে নিজেদের সেরাটা দিয়ে নিজেদের ভাগ্য নিজেই বদলাতে তৈরি মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের উত্তরসূরীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC, India vs england, T20 World Cup, U19 India Team, U19 WC