হোম /খবর /খেলা /
বিশ্বকাপ ফাইনালে মহারণ, লড়াই মূলত ভারতীয় ব্যাটিং বনাম ইংল্যান্ড বোলিং

লড়াই মূলত ভারতীয় ব্যাটিং বনাম ইংল্যান্ড বোলিং, বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের হাতছানি শেফালিদের

India vs England

India vs England

আইসিসির মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মহারণ। মেগা ম্যাচে ভারতের প্রতিপক্ষ অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বি দেশে ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

  • Share this:

সেনওয়েস পার্ক: ছোটদের হলেও বিশ্বকাপ। যার গুরুত্ব বা মর্যাদা কোনও অংশেই কম নয়। আইসিসির মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মহারণ। মেগা ম্যাচে ভারতের প্রতিপক্ষ অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বি দেশে ইংল্যান্ড। ফাইনালে নামার আগে ঝুলন গোস্বামী সহ অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের পেপ টক পেয়েছেন শেফালি ভার্মা, শ্বেতা শেরাওয়াত, রিচা ঘোষরা। বিশ্বকাপ ফাইনালে চাপ না নিয়ে ম্যাচ উপভোগ করার পরামর্শই দিয়েছেন সিনিয়র ক্রিকেটাররা।

গোটা প্রতিযোগিতায় কেবল মাত্র অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিলে দুরন্ত পারফর্ম করেছে মহিলা টিম ইন্ডিয়া। সুপার সিক্স পর্বে অস্ট্রেলিয়ার কাছে সেই হারের পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। সেমি ফাইনালেও একতরফা ম্যাচে কিউইদের হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে শেফালি ভার্মারা। শেফালি এই দলের অধিনায়ক এবং নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সদস্য। তবে চ্যাম্পিয়ন হতে গেলে টিম হিসেবে ভালো পারফর্ম করাই লক্ষ্য দলের।

ভারতীয় দলে একমাত্র শেফালি ভার্মা ও রিচা ঘোষের সিনিয়র দলের সঙ্গে বিশ্বকাপ ও ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগবে দলের। পাশাপাশি প্রতিযোগিতায় ব্যাটিংয়ে দুরন্ত ফর্মে রয়েছে শ্বেতা শেরাওয়াত। এছাড়া শেফালি ভার্মা, সৌম্যা তিওয়ারিপা নিজেরাও রানের মধ্যে রয়েছেন। বোলিংয়েও ছন্দে রয়েছেন পর্শভি চোপড়া, শেফালি ভার্মা, তিতাস সাধুরা। ইংল্যান্ড ব্যাটারদের কঠিন সমস্যায় ফেলতে পারে ভারতের স্পিন জুটি। লেগ স্পিনার পর্শভি চোপড়া এবং বাঁ হাতি স্পিনার মন্নত কাশ্যপের দিকেও নজর থাকবে। সব মিলিয়ে মেগা ম্যাচে আগে আত্মবিশ্বাসী ভারতের মেয়েরা।

আরও পড়ুনঃ Lionel Messi: বরফে ঘেরা পুলের জলে উষ্ণতার খোঁজে মেসি, আল্পসে ভাইরাল লিও-আন্তোনেলার রোম্যান্স

অপরদিকে, ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড এখনও পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত। ফাইনালেও ভারতকে হারিয়ে ট্রফি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ট্রফি জয়ের লক্ষ্যে ব্রিটিশ দল। সেমি ফাইনালে লো স্কোরিং ম্যাচে হট ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে গ্রেস স্ক্রিভিন্সের দল। বিশেষ করে ইংল্যান্ডের বোলিং অ্যাটাক খুবই শক্তিশালী। ইনালে লড়াইটা মূলত ভারতীয় ব্যাটিং বনাম ইংল্যান্ড বোলিং। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Published by:Sudip Paul
First published:

Tags: ICC T20 World Cup, India vs england, Match Preview, T20 World Cup, U19 India Team, U19 WC