আইএসএলে সচিনের দলে এবার কোচ ইগনাসিও মার্টিনেজ ?
Last Updated:
পাশাপাশি গত দু’বছরের ব্যর্থতা কাটিয়ে উঠতেও এখন মরিয়া কেরালা দল ৷ শুধু কোচই নয় , মালিকানাতেও এবার অনেক নতুন মুখ ৷ একগাদা দক্ষিণী নায়ককে এবার দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকরের দলে ৷
#তিরুবনন্তপুরম: অ্যাশলে ওয়েস্টউডের নাম ভাসার মাঝেই কেরালা ব্লাস্টার্স যোগাযোগ করল হুয়ান ইগনাসিও মার্টিনেজের সঙ্গে। সম্ভবত লেভান্তের এই প্রাক্তন কোচকেই এবছর কোচিংয়ের দায়িত্ব দিচ্ছে কেরালা ব্লাস্টার্স। পরপর দু’বছর ব্রিটিশ কোচকে আনা হলেও, সাফল্য দিতে পারেনি সচিনের দলকে। এবার ব্রিটিশ কোচ অ্যাশলে ওয়েস্টউডের বদলে স্প্যানিশ কোচকেই তাই দায়িত্ব দিতে আগ্রহী মাস্টার ব্লাস্টার।
পাশাপাশি গত দু’বছরের ব্যর্থতা কাটিয়ে উঠতেও এখন মরিয়া কেরালা দল ৷ শুধু কোচই নয় , মালিকানাতেও এবার অনেক নতুন মুখ ৷ একগাদা দক্ষিণী নায়ককে এবার দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকরের দলে ৷ চিরঞ্জীবী ও নাগার্জুন ৷ দক্ষিণের এই দুই সুপারস্টারই এখন আইএসএলে কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে যুক্ত হল ৷ মালিকদের তালিকায় এদের পাশাপাশি যুক্ত হয়েছেন আল্লু অরবিন্দ এবং শিল্পপতি এন প্রসাদও ৷
advertisement
বুধবার তিরুবনন্তপুরমে একটি অনুষ্ঠানে সচিন-সহ কেরলের পাঁচ মালিক-ই উপস্থিত ছিলেন। সেখানেই কেরালা ব্লাস্টার্সের লোগো লাগানো একটি বলে সই করেন সচিনরা। সেখানেই মাস্টার ব্লাস্টার বলে দিয়েছেন, ‘‘ আমরা আইএসএলে তৃতীয় বছরের ঠিক পথেই এগোচ্ছি বলে মনে হয়। চিরঞ্জীবী, নাগার্জুনদের কেরালা ব্লাস্টার্সে স্বাগত । এখানকার ফুটবল উত্তেজনা এবং কেরালার হাজার হাজার সমর্থকের উন্মাদনার অংশীদার এবার ওরাও হবে।’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2016 12:56 PM IST