Jos Buttler: জস আবার বস! বাটলার ঝড়ে সানরাইজার্সকে পিটিয়ে চামড়া গুটিয়ে দিল রাজস্থান
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
জয়পুর: জস বাটলার এতদিন নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না। কিন্তু রবিবার রাতে জয়পুরের মাঠে রুদ্রমূর্তি ধারণ করলেন ইংলিশ তারকা। প্রথম থেকেই দুরন্ত ছন্দে ব্যাটিং করতে থাকেন ইংলিশ ওপেনার। সানরাইজার্স বোলারদের নিয়ে ছেলে খেলা করলেন। বোঝা গেল তিনি যেদিন ছন্দে থাকবেন, সেদিন রক্তচাপ বেড়ে যাবে বিপক্ষ দলের।
এবারের আইপিএল বেশ কিছু ভালো ম্যাচ উপহার দিয়েছে সন্দেহ নেই। কিন্তু জস বাটলার ছন্দে না থাকায় অনেক ক্রিকেটপ্রেমীর মন খারাপ ছিল। আধুনিক ক্রিকেটের সাদা বলে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান একেবারেই সঙ্গে নেই রাজস্থানের জার্সিতে। তার দাম দিতে হচ্ছে গোলাপি জার্সিধারীদের। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। শেষ দু’টি ম্যাচে হেরে চাপে তারা।
advertisement
Caption in the audio 🔥💗 pic.twitter.com/ejFzYs5X3z
— Rajasthan Royals (@rajasthanroyals) May 7, 2023
advertisement
এমন পরিস্থিতিতে রবিবার সানরাইজার্সের মুখোমুখি হবে রাজস্থান। হারের হ্যাটট্রিক এড়ানোই লক্ষ্য সঞ্জু স্যামসনদের। সেটা তা করতে পারবে কিনা বোঝা যাবে দ্বিতীয় ইনিংসে ম্যাচ শেষের পর। তবে প্রথম ইনিংসে বাটলার যে ব্যাটিং উপহার দিলেন তাতে তার ভক্তদের মন খুশি হয়ে যাওয়া উচিত। তাকে যোগ্য সহায়তা করলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। জয়সওয়াল আজ ভালো শুরু করেও ৩৫ রানে আউট হয়ে যান।
advertisement
তবে সেঞ্চুরি করতে পারলেন না বাটলার। ৫৯ বলে ৯৫ করে আউট হয়ে গেলেন। শেষ দুটি ওভার নটরাজন এবং ভুবনেশ্বর বেশ ভালো বল করলেন। তবে সঞ্জু বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মেরে দলের রান নিয়ে গেলেন ২১৪।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2023 9:12 PM IST