Cricket World Cup 2019: ৭৬ বলে ১০৩! বিশ্বকাপে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরির মালিক বাটলার

Cricket World Cup 2019: ৭৬ বলে ১০৩! বিশ্বকাপে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরির মালিক বাটলার
জস বাটলার

ICC World Cup 2019: এ দিন বাটলার ৭৬ বলে ১০৩ রান করেন৷ সেঞ্চুরি করার পরের বলেই মহম্মদ আমির তাঁর উইকেট তুলে নেন৷ এই অনবদ্য ৭৬ বলে ১০৩ রান করে বাটলারই প্রথম ইংলিশ ব্যাটসম্যান, যিনি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন৷

  • Share this:

#নটিংহ্যাম: দুরন্ত ইনিংসের পরেও ১৪ রানে হার৷ তাতে কি! জো রুটের পাশাপাশি জস বাটলারের ব্যাটিংও মুগ্ধ করল ক্রিকেট দুনিয়াকে৷ সোমবার জো রুটের সঙ্গে অনবদ্য জুটি গড়ে অন্যতম দ্রুত সেঞ্চুরির খাতায় নাম লেখালেন বাটলার৷

এ দিন বাটলার ৭৬ বলে ১০৩ রান করেন৷ সেঞ্চুরি করার পরের বলেই মহম্মদ আমির তাঁর উইকেট তুলে নেন৷ এই অনবদ্য ৭৬ বলে ১০৩ রান করে বাটলারই প্রথম ইংলিশ ব্যাটসম্যান, যিনি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন৷ এর আগে এই খেতাব ছিল কেভিন পিটারসনের৷ পিটারসনের রেকর্ড ভাঙলেন বাটলার৷

জো রুট ও জস বাটলার৷ ইংল্যান্ডের নড়বড়ে নৌকার শক্ত হাতে হাল ধরেও শেষ রক্ষ হল না৷ দুর্দান্ত কাম-ব্যাক করল পাকিস্তানও৷ যার নির্যাস, রানে জিতল পাকিস্তান৷ ব্যাটিং, বোলিং-- দু ক্ষেত্রেই সোমবার অসাধারণ খেলল পাকিস্তান৷

First published: June 3, 2019, 11:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर