Jay Shah Son: শাহ পরিবারে খুশির জোয়ার, ফের বাবা হলেন জয় শাহ, স্ত্রী রিতিশার কোল আলো করে এল ছেলে

Last Updated:

Jay Shah Son: জয় শাহ হলেন বাবা, তিন সন্তানের বাবা হয়ে খুশির জোয়ার, শুভেচ্ছায় ভাসছেন জয় শাহ ও অমিত শাহ

জয় শাহ ফের হলেন বাবা
জয় শাহ ফের হলেন বাবা
: অমিত শাহের বাড়িতে খুশির আওয়াজ। আমরা আপনাকে জানিয়ে রাখি যে অমিত শাহের ছেলে জয় শাহের স্ত্রী রিতিশা প্যাটেল একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ২০১৫ তে বিয়ে হয়েছিল এই দম্পতির৷ ২৪ নভেম্বর ২০২৪ এ পুত্র সন্তানের মুখ দেখলেন দম্পতি৷
পুত্র সন্তান জন্মানোর কারণে খুশির জোয়ার শাহ ও প্যাটেল পরিবারে৷ শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে অমিত শাহ ও জয় শাহের কাছে৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছে, তার স্ত্রী ঋষিতা প্যাটেল পুত্র সন্তানের মা হলেন৷ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল রবিবার সৌদি আরব মেগা নিলামের আসরে এই সুখবর দেন৷
advertisement
advertisement
অরুণ ধুমল জয় শাহকে শুভেচ্ছা জানান এবং তাঁকে ভারতীয় দলের অফ ফিল্ড ক্যাপ্টেন বলেন৷ এদিকে দিন কয়েক আগেই ভারতের অন দ্য ফিল্ড অধিনায়ক রোহিত শর্মাও পুত্র সন্তানের বাবা হয়েছেন৷ এর কারণে পারথে প্রথম টেস্টে খেলতেও পারেননি ভারত অধিনায়ক৷
advertisement
এখনও পর্যন্ত জয় শাহের সদ্যোজাতর কোনও ছবি সামনে আসেনি৷ এমনকি ছেলের কী নাম রাখা হচ্ছে সেটা নিয়েও কোনও খবর পাওয়া যায়নি৷ এদিকে এর আগেও তাঁদের দুজন সন্তান আছে৷ দুটিই কন্যা সন্তান৷ ২০১৭ সালে প্রথমবার মেয়ের বাবা হন জয় শাহ৷ আর দ্বিতীয় কন্যার বিয়ে হয় ২০২০ -র মে মাসে৷ এবার তাঁদের তৃতীয় সন্তান হল৷ ফলে ঘরে আনন্দের জোয়ার৷
বাংলা খবর/ খবর/খেলা/
Jay Shah Son: শাহ পরিবারে খুশির জোয়ার, ফের বাবা হলেন জয় শাহ, স্ত্রী রিতিশার কোল আলো করে এল ছেলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement