ভারত হারছে, ওদিকে সঞ্জনাকে নিয়ে মস্তিতে বুমরাহ ! গালাগালির ফোয়ারা নেট মাধ্যমে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Sanjana Ganesan replies hard in response of social media trolling. ট্রোল করেছিলেন এক ব্যক্তি, ধুয়ে দিলেন বুমরাহর বউ
#দুবাই: সোশ্যাল মিডিয়ার যুগে ভালো খারাপের পার্থক্যটা যেমন মুছে গেছে, তেমনই যে যেমন খুশি মন্তব্য করতে পারে যাকে নিয়ে। কেউ দেখার নেই, কেউ প্রশ্ন করার নেই। বিরাট অনুষ্কার ছবি তোলা থেকে শুরু করে ঘোরা নিয়ে এমন অনেক মন্তব্য হয়েছিল। এবার মানুষের সেই নিশানায় বুমরাহ - সঞ্জনা।
আরও পড়ুন - রোহিতের হাত ধরে এশিয়া এবং বিশ্বকাপ দুটোই চ্যাম্পিয়ন হবে ভারত! বলছেন ছেলেবেলার কোচ
চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি আপাতত আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে পুরোদস্তুর ফিট হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন। যদিও এশিয়া কাপে বুমরাহর অভাব টের পাচ্ছে ভারত। সঞ্জনা সোশ্যাল মিডিয়ায় বুমরাহর সঙ্গে নিজের একটি পুরনো ছবি পোস্ট করেন, যা অনুরাগীদের নজর কাড়ে পুনরায়।
advertisement
তবে কেউ কেউ ছবিটি নিয়ে অকারণ ট্রোল করার চেষ্টা করেন বুমরাহ ও সঞ্জনাকে। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে ভারতের হারের পর এক নেটিজেন খারাপ ভাষায় আক্রমণ করেন বুমরাহ ও তাঁর স্ত্রীকে। তাঁর দাবি, ভারত ওদিকে বেকায়দায়, আর বুমরাহ এদিকে ঘুরে বেড়াচ্ছেন। এমন ট্রোলের কড়া ভাষায় জবাব দেন সঞ্জনা।
advertisement
⚡️FLASH: TV Presenter & ICC’s Digital Insider Sanjana Ganesan is making it to the headlines after she ‘trolled a troll’ on her recent Instagram photo. Following this, Sanjana shared a note over her comment calling out a troll a ‘chomu aadmi’. (1/5) pic.twitter.com/MEtHUM9Thf
— truth. (@thetruthin) September 6, 2022
advertisement
তিনি লেখেন, এটা পুরনো ছবি দেখতে পাচ্ছিস না? চোমু আদমি। স্বাভাবিকভাবেই কিছু অর্ধশিক্ষিত মানুষ পুরো ব্যাপারটা না জেনে মন্তব্য করলে এমন পাল্টা জবাব আসাটাই স্বাভাবিক। গোড়ালির জন্য বিশ্রাম নিতে হচ্ছে ভারতীয় দলের তারকা পেসারকে। কারণ কয়েক মাস পরে শুরু হতে চেলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহকে সম্পূর্ণ ফিট অবস্থায় চায় ভারতীয় দল।
advertisement
কারণ দেখা গিয়েছে জোরে বোলিংয়ের ক্ষেত্রে দুর্বলতা আছে ভারতের। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ছাড়া আবেশ খান, আর্ষদীপ সিং নিজেদের সেভাবে তৈরি করতে পারেননি এখনও। তাই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে সাফল্য পেতে গেলে বুম বুম বুমরাহকে ভাল ফল করতেই হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2022 4:56 PM IST