Mohonbagan wins: মিনি ডার্বিতে মহামেডানকে হারিয়ে দুরন্ত জয় মোহনবাগানের, এগোল লিগ টেবিলেও

Last Updated:

গত ম্যাচে আটকে গেলেও জয়ে ফেরার খিদে নিয়েই নেমেছিল মোহনবাগান। চলতি মরশুমে গোলের হদিশ খুঁজতে চাইছিলেন মোলিনার ছেলেরা। মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে এ দিন যেন সেই গোলের দিশা খুঁজে পেল সবুজ-মেরুন শিবির। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে বিপক্ষকে আটকে রাখছিল মোহন শিবির।

মহামেডানের বিরুদ্ধে জয় পেল মোহনবাগান
মহামেডানের বিরুদ্ধে জয় পেল মোহনবাগান
ম্যাচের ফলাফল- মোহনবাগান সুপারজায়ান্টস ৩- ০ মহামেডান স্পোর্টিং ক্লাব
কলকাতা: গত ম্যাচে আটকে গেলেও জয়ে ফেরার খিদে নিয়েই নেমেছিল মোহনবাগান। চলতি মরশুমে গোলের হদিশ খুঁজতে চাইছিলেন মোলিনার ছেলেরা। মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে এ দিন যেন সেই গোলের দিশা খুঁজে পেল সবুজ-মেরুন শিবির। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে বিপক্ষকে আটকে রাখছিল মোহন শিবির।
এই ম্যাচে নজর কাড়লেন সবুজ-মেরুন শিবিরে নবাগত বিদেশি ম্যাকল্যারেন। শুরুর দিকে একবার মহামেডানের তরফ থেকে জোরালো আক্রমণ হলেও তারপরের সবটুকু জুড়েই ছিল মোহনবাগানের দাপট। ম্যাচের ৪ মিনিটের মাথায় সাদা-কালো রক্ষণে স্টুয়ার্ট এবং নবাগত ম্যাকল্যারেন চেপে ধরেছিলেন। কিন্তু সে যাত্রায় বাঁচিয়ে দেন মহামেডানের পদম ছেত্রী। কর্নার পায় মোহনবাগান। আর এখান থেকেই যেন গোলের দিশা খুঁজে পান মোলিনার ছেলেরা।
advertisement
advertisement
ম্যাচের ৮ মিনিটের মাথায় কর্নার থেকে ভেসে আসা বল জোরালো হেডে বল জালে জড়িয়ে দেন ম্যাকল্যারেন। প্রথম গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন।
ম্যাচের ১৩ মিনিটে ফের আক্রমণ আছড়ে পড়ে সাদা-কালো রক্ষণে। লিস্টনের দূর থেকে শট সোজা আসে পদমের কাছে, কিন্তু বল ধরে রাখতে পারেননি তিনি। ম্যাকল্যারেন বল পাওয়ার আগেই অবশ্য তা ঠেলে বাইরে পাঠিয়ে দেন পদম।
advertisement
এরপর ম্যাচের ২২ মিনিটে আবারও আক্রমণ শানান ম্যাকল্যারেন, ড্রিবল করে বক্সের ভিতর পৌঁছে গেলেও শট লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর। ম্যাচের প্রথমার্ধে আর খুঁজে পাওয়া যায় নি মহামেডানকে। একের পর এক আক্রমণে ধস্ত হয়ে যায় সাদা-কালো রক্ষণ।
advertisement
ম্যাচের ৩১ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে পাওয়া বলে গোল করেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস। ২ গোলে এগিয়ে যায় মোহনবাগান।
আক্রমণের ঝাঁজ যেন এরপর আরও বাড়িয়ে দেয় মোহনবাগান। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় মহামেডানের রক্ষণ ফালাফালা করে উঠে আসেন স্টুয়ার্ড, বাঁ প্রান্ত থেকে ডান দিকে উঠে এসে ড্রিবল করে চকিতে জাল বলে জড়িয়ে দেন তিনি। হাত বাড়িয়েও বলের নাগাল পাননি পদম। ম্যাচের প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় মোহনবাগান।
advertisement
ম্যাচের দ্বিতীয়ার্ধে ভাবা হয়েছিল হয়ত আক্রমণে ফিরবে মহামেডান। কিন্তু, মোহনবাগানের সামনে বারংবার আটকে গিয়েছে। সবুজ-মেরুন ঝড়ের কাছে চেষ্টা করেও হার মানতে হয়েছে মহামেডানকে। গোলের চেষ্টা করেছে মহামেডান, আক্রমণও শানিয়েছে কিন্তু সব শেষে গিয়ে কোথাও যেন সেই দিশা খুঁজে পায় নি আজ তাঁরা। ফলে যা হওয়ার তাই হয়েছে মোহনবাগানের কাছে ৩-০ গোলে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হল মহামেডানকে।
advertisement
অন্যদিকে, জামশেদপুরের বিরুদ্ধে ২ গোলে ম্যাচ হেরেছে বাংলার আর এক প্রধান তথা মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। এরপরের ম্যাচেই মুখোমুখি হতে চলেছে তাঁরা। সেই ম্যাচে কী হয়। সে দিকেই তাকিয়ে আপামর ফুটবলপ্রেমীরা।
বাংলা খবর/ খবর/খেলা/
Mohonbagan wins: মিনি ডার্বিতে মহামেডানকে হারিয়ে দুরন্ত জয় মোহনবাগানের, এগোল লিগ টেবিলেও
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement