Ind W vs NZ W: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় হার দিয়ে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

Last Updated:

Ind W vs NZ W: বিশ্রী হার দিয়ে শুরু ভারতীয় মেয়েদের, ব্যাটে-বলে পর্যুদস্ত

ভারতকে হারিয়ে অভিযান শুরু নিউজিল্যান্ডের- Photo Courtesy- X Account
ভারতকে হারিয়ে অভিযান শুরু নিউজিল্যান্ডের- Photo Courtesy- X Account
Ind W vs NZ W: মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভাল হল না হরমনপ্রীত – স্মৃতিদের৷ শুক্রবার দুবাইতে ভারত এবারের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিং পায়৷ এদিনের ম্যাচে নিউজিল্যান্ডের করা ১৬০ রানের জবাবে মাত্র ১০২ রানেই প্যাক আপ হয়ে যায়৷ ফলে ৫৮ রানে হারল তারা৷
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড৷ ২০ ওভারে ৪ উইকেটে ১৬০ রান করে কিউয়ি মহিলারা৷ নিউজিল্যান্ডের হয়ে সোফি ডিভাইন দলের হয়ে সর্বোচ্চ রান করেন৷ ৩৬ বলে ৫৭ রান করেন তিনি৷ এছাড়া জর্জিয়া প্লিমার  ও সুজি বেটস ৩৪ ও ২৭ রান করেন৷
advertisement
advertisement
ভারতের রেনুকা সিং সর্বাধিক ২ টি উইকেট নেন এছাড়া অরুন্ধতী রেড্ডি ও আশা শোভনা একটি করে উইকেট নেন৷
এদিকে রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে মহিলা টিম ইন্ডিয়া৷
দলের হয়ে অধিনায়ক হরমনপ্রীত কউর সর্বোচ্চ ১৫ রান করেন৷ অর্থাৎ এটাই বুঝিয়ে দিচ্ছে পুরো স্কোরবোর্ডটাই নড়বড়ে৷ দীপ্তি শর্মা ও জেমিমা রডরিগেজ ১৩ করে রান করেন, এছাড়া স্মৃতি মন্ধানা ও রিচা ঘোষ দুজনেই ১২ রান করেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind W vs NZ W: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় হার দিয়ে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement