Ishan Kishan coach : মাথার আঘাত কাটিয়ে তাড়াতাড়ি ছন্দে ফিরবে ঈশান, সন্দেহ নেই ছেলেবেলার কোচের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Ishan Kishan will be back in form after head injury says coach Uttam Mazumdar. ভয় পাওয়ার ছেলে নয় ঈশান, মাথার আঘাত কাটিয়ে দ্রুত ফিরবে! বলছেন কোচ
তার পরে বেশিক্ষণ ব্যাটও করতে পারেননি। কুমারের বলেই মিড-অনে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতীয় ওপেনার ১৪ বলে ১৬ রান করে। ম্যাচ শেষে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কাংড়ার হাসপাতালেই আছেন। তাঁর কয়েকটি পরীক্ষাও করেছেন চিকিৎসকেরা। ভারতীয় ওপেনারের সিটি স্ক্যান হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
advertisement
advertisement
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সরকারি কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি। তবে গণমাধ্যমে ঈশান কিশানকে নিয়ে শুরু হয়েছে চর্চা। ক্রিকেট সমর্থকেরা তাঁর আরোগ্য কামনা করছেন। প্রার্থনা করছেন ভারতীয় ওপেনার যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন। আজ, রবিবার তৃতীয় টি-টোয়েন্টি। সে ম্যাচে ঈশান খেলবেন কি না, তা সময়ই বলবে।
advertisement
নয়ডা থেকে ফোনে উত্তম বলছিলেন ঈশানের মনের জোরের কথা। ছোটবেলায় বয়সের তুলনায় বড় বোলারদের বিপক্ষে সহজেই খেলতেন ঈশান। আইপিএল এর আগে বল লেগে আইসিইউতে ভর্তি ছিলেন ঈশান। হয়তো আজ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে খেলতে না পারলেও টিম ইন্ডিয়ার জার্সিতে দ্রুত কামব্যাক করবেন ঈশান নিশ্চিত উত্তম।
ঈশানের মধ্যে ভয় ব্যাপারটা ছোটবেলা থেকেই নেই বলছেন বাঙালি কোচ। লাহিরু কুমারের বলে আঘাত পাওয়ার পর তার কোনও হ্যাংওভার কাজ করবে না নিশ্চিত উত্তম। তিনি জানেন ঈশান ভয় পাওয়ার বান্দা নন। ছাত্রকে মেসেজ পাঠিয়েছেন উত্তম। দ্রুত ঈশান মাঠে নামবেন নিজের মেজাজে সন্দেহ নেই উত্তমের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2022 4:03 PM IST