Ishan Kishan: রেকর্ড ব্রেকিং ইনিংস ইশান কিশানের! দলকে চ্যাম্পিয়ন করে বোর্ডকে দিলেন বার্তা

Last Updated:

Ishan Kishan: সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫-এর ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে ইতিহাস গড়লেন ঝাড়খণ্ড অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার ঈশান কিশান। একইসঙ্গে কার ব্যাটিংয়ের সুবাদে চ্যাম্পিয়ন হল ঝাড়খন্ড।

News18
News18
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫-এর ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে ইতিহাস গড়লেন ঝাড়খণ্ড অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার ঈশান কিশান। একইসঙ্গে কার ব্যাটিংয়ের সুবাদে চ্যাম্পিয়ন হল ঝাড়খন্ড। টুর্নামেন্টের ইতিহাসে ফাইনালে শতরান করা মাত্র দ্বিতীয় ব্যাটার তিনি। পাশাপাশি, সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে ঝাড়খণ্ডের প্রথম ব্যাটার হিসেবে তিন অঙ্কের রানে পৌঁছানোর কৃতিত্বও অর্জন করেন ঈশান। বড় মঞ্চে এমন আগ্রাসী ইনিংস ঝাড়খণ্ডকে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়।
বাঁহাতি এই ব্যাটার হরিয়ানার বোলিং আক্রমণকে কার্যত ছিন্নভিন্ন করে দেন। ভারতীয় পেসার অংশুল কাম্বোজের নেতৃত্বাধীন আক্রমণের বিরুদ্ধে ঈশান মাত্র ৪৬ বলে শতরান পূর্ণ করেন। তার ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৬টি চার। শেষ পর্যন্ত ৪৯ বলে ১০১ রান করে আউট হলেও, ততক্ষণে হরিয়ানার বোলারদের আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে পড়ে এবং ম্যাচ কার্যত ঝাড়খণ্ডের হাতেই চলে যায়।
advertisement
এই ইনিংসের মাধ্যমে ঈশান কিশান সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক হলেন। একই সঙ্গে টুর্নামেন্টে পাঁচটি শতরান করে তিনি অভিষেক শর্মার রেকর্ডও ছুঁলেন। যদিও অভিষেক এই কীর্তি গড়েছেন কম ইনিংসে, তবুও ধারাবাহিকভাবে ফাইনালের মতো মঞ্চে পারফরম্যান্স ঈশানকে বিশেষ উচ্চতায় তুলে ধরেছে।
advertisement
advertisement
হরিয়ানার জন্য দিনটি ছিল ভীষণ হতাশাজনক। তাদের সব বোলারই ১০-এর বেশি ইকোনমি রেটে রান দেন। এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে ঝাড়খণ্ড ২০ ওভারে ৩ উইকেটে বিশাল ২৬২ রান তোলে। ঈশান কিশান ও কুমার কুশাগ্রার ১৭৭ রানের জুটি এবং পরে অনুকূল রায় ও রবিন মিনজের ৭৫ রানের পার্টনারশিপ ঝাড়খণ্ডের দাপটকে আরও জোরালো করে তোলে। ১৯৩ রানে শেষ হরিয়াণার ইনিংস। ৬৯ রানে ফাইনাল জেতে ঝাড়খন্ড।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ishan Kishan: রেকর্ড ব্রেকিং ইনিংস ইশান কিশানের! দলকে চ্যাম্পিয়ন করে বোর্ডকে দিলেন বার্তা
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement