WTC Final: ভারতের হারে আনন্দে আত্মহারা পাকিস্তান! `পড়শিদের' চরম শিক্ষা দিলেন ইরফান পাঠান

Last Updated:
পাকিস্তানিদের জঘন্য মানসিকতা নিয়ে ট্যুইট পাঠানের
পাকিস্তানিদের জঘন্য মানসিকতা নিয়ে ট্যুইট পাঠানের
লন্ডন: অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন মেজাজ ভাল নেই। সেটাই স্বাভাবিক। এটা শুধু হার নয়, আত্মসমর্পণ বললেও কম বলা হয়। ভারতের অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার কারণে দারুণ আনন্দ পেয়েছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিরা সেলিব্রেট করছে ভারতের পরাজয়। যা দেখে চুপ থাকতে পারলেন না ইরফান পাঠান।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের পরে পাকিস্তানের সমর্থকদের উচ্ছ্বাস কার্যত বাঁধনছাড়া। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বিদ্রুপ করতে উঠেপড়ে লেগেছে পাক নেটিজেনরা। ভারতীয় সমর্থকরা যে পালটা দিচ্ছেন না, এমন নয়। এই অবস্থায় ইরফান পাঠান ফের একবার এই সব পাকিস্তানি বিদ্রুপকারীদের নিশানা করলেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন – পয়সা নিয়ে আন্দোলন শেষ করার অভিযোগ! প্রয়োজনে এশিয়ান গেমস খেলবেন না কুস্তিগীররা
অতীতে পাকিস্তানের সমর্থদের উদ্দেশ্যে ইরফান পাঠান নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন এই বলে যে, পাকিস্তানের সমর্থকদের কাছ থেকে ঔদার্য আশা করা বৃথা। আরও একবার সেই ধারণাই পোষণ করলেন পাঠান। পাঠান ফের টুইট করেন যে, ‘হঠাৎ করে সমস্ত পড়শীরা অত্যন্ত আনন্দের সঙ্গে আমার টাইমলাইনে প্রবেশ করছেন, কারণ ভারত ডব্লিউটিসি ফাইনালে হেরেছে।
advertisement
advertisement
ওঁদের সম্পর্কে আমার ধারণা এক্কেবারে সঠিক ছিল। ভারত তো টানা ২ বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলল। পাকিস্তান ফাইনালে ওঠা তো দূরের কথা, ঘরের মাঠেই টেস্ট সিরিজ জিততে পারে না।পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ৬টি সিরিজের ১৪টি টেস্টের মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয়ের মুখ দেখে। তারা পরাজিত হয় ৬টি ম্যাচে এবং ৪টি টেস্ট ড্র করেন বাবর আজমরা।
advertisement
৩৮.১০ গড়ে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে ৯ দলের মধ্যে ৭ নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শেষ করে পাকিস্তান। ইরফান পাঠান পাকিস্তানি সমর্থকদের উদ্দেশ্য করে জানিয়েছেন আগে ভারতের সমান হতে, তারপর ভারতের সমালোচনা করতে। এই বলে পাকিস্তানকে নিজেদের বাস্তবের জন্য আবার বুঝিয়ে দিয়েছেন পাঠান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final: ভারতের হারে আনন্দে আত্মহারা পাকিস্তান! `পড়শিদের' চরম শিক্ষা দিলেন ইরফান পাঠান
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement