ধোনির জন্য আইপিএস অফিসারের জেল! হয়েছিল ১০০ কোটি টাকার মামলা, বিরাট কাণ্ড
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ms Dhoni: ধোনি ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন এই আইপিএস অফিসারের বিরুদ্ধে।
চেন্নাই: এম এস ধোনির বিরুদ্ধে যা নয় তাই বলাটাই কাল হল। ফেঁসে গেলেন প্রাক্তন আইপিএস অফিসার। শুক্রবার মাদ্রাজ হাইকোর্ট ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির দায়ের করা মানহানির মামলার রায় দেন।
অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার জি সম্পাথ কুমারকে ১৫ দিনের সাধারণ কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন ধোনি।
বিচারপতি এস এস সুন্দর ও বিচারপতি সুন্দর মোহনের বেঞ্চ সম্পত কুমারকে ফৌজদারি অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে। বেঞ্চ ৩০ দিনের জন্য সাজা স্থগিত করে সম্পত কুমারকে আপিল করার অনুমতি দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন- এ মরশুমে অধিনায়ক শ্রেয়সই, মুখ খুললেন নীতিশ, অকপটে বললেন মনের কথা
সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের অভিযোগে ধোনি আইপিএস অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন। ধোনি ২০১৪ সালে তাঁর নাম আইপিএল বেটিংয়ে ব্যবহার করায় একটি মানহানির মামলা করেছিলেন।
১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন ধোনি। এই মামলায় দাখিল করা সম্পত কুমারের পাল্টা হলফনামায় বিচার বিভাগের বিরুদ্ধে কড়া মন্তব্যের জন্য শাস্তির দাবি জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন- অধিনায়কত্ব থেকে সরানো হল রোহিতকে! ৫ বারের আইপিএল জয়ী নেতাকে কী বার্তা দিল মুম্বই
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালে আইপিএলে ফিক্সিং কাণ্ডের জন্য চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। সেই দু’বছর সিএসকে এবং রাজস্থান আইপিএলে খেলতে পারেনি। ধোনি খেলেছিলেন পুণে সুপারজায়ান্টসের হয়ে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 16, 2023 5:02 PM IST