উইকেটে লাইট জ্বলে, সেন্সর লাগানো! আইপিএলের এই স্টাম্পস-এর দাম শুনলে অবাক হবেন

Last Updated:

IPL LED Wickets: আইপিএলের আলো জ্বলা উইকেট। ছটি উইকেট, চারটি বেল-এর দাম শুনলে হা হয়ে যাবেন।

কলকাতা: প্রযুক্তির ব্যবহারে ক্রিকেট আরও উন্নত হয়েছে গত কয়েক বছরে। তিন ফর্ম্যাটের ক্রিকেটে এখন একের পর এক উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন বোলাররা। এমনকী ক্রিকেটে এখন আর কারচুপির জায়গাও নেই।
উইকেট ও বেল-এ উন্নত প্রযুক্তির ব্যবহার ক্রিকেটকে অন্য মাত্রা দিয়েছে। LED আলো, সেন্সর লাগানো এই উইকেটের দাম কিন্তু অনেক। আইপিএলে ব্যবহার করা হচ্ছে এই উইকেট।
২০১২ সালে প্রথমবার এই উইকেট ও বেলের ব্যবহার শুরু হয়েছিল। তার পর থেকে এই স্টাম্পস হিট। অস্ট্রেলিয়ায় প্রথমবার এই উইকেট ব্যবহার করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন- আইপিএল শেষ হলেই নতুন ভূমিকায় রিঙ্কু! আলিগড়ে উদ্বোধন করবেন নতুন হস্টেলের
এখন ঘরোয়া থেকে আন্তর্জাতিক সবরকম ক্রিকেট লিগেই এই উইকেট ব্যবহার করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এই উইকেটের ব্যবহার হয়েছিল প্রথমবার। তার পর থেকে এই উইকেটের সুবিধার কথা মাথায় রেখে বহু ফ্র্যাঞ্চাইজি লিগে এই উইকেট ব্যবহার করা হয়েছে।
advertisement
আইপিএলে এই উইকেট ও বেলের প্রথম ব্যবহার হয় ২০১৬ সালে। সাদা চোখে দেখতে সাধারণ উইকেটের মতোই। তবে এই উইকেট  ও বেলে বল লাগতেই আলো জ্বলে ওঠে। এমনকী এই উইকেটে সেন্সর লাগানো রয়েছে।
৬টি উইকেট ও চারটি বেলের সেটের দাম প্রায় ৩০ লাখ টাকা। এই উইকেট একবার খারাপ হয়ে গেলে সারানোর অপশন নেই। একটি সংস্থার সঙ্গে উইকেট সাপ্লাই নিয়ে চুক্তি রয়েছে বিসিসিআই-এর।
advertisement
উইকেট থেকে বেল সরে গেলেই আলো জ্বলে ওঠে। স্টাম্পসের কাছাকাছি থাকা কেউ কী কথা বলছে তাও ক্যাপচার করবে এই উইকেট। অর্থাৎ এতে মাইক রয়েছে। ম্যাচ জেতার পর কোনও দলের ক্রিকেটার এই উইকেট স্মারক হিসেবে বাড়ি নিয়ে যেতে পারবেন না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
উইকেটে লাইট জ্বলে, সেন্সর লাগানো! আইপিএলের এই স্টাম্পস-এর দাম শুনলে অবাক হবেন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement