KKR Playoffs Chances: কোহলির তাণ্ডবে লন্ডভন্ড কেকেআরের স্বপ্ন! না এখনও রয়েছে প্লে অফের আশা, কী বলছে সমীকরণ

Last Updated:

KKR Playoffs Chances: আইপিএলের গ্রুপ লিগের একেবারে শেষ ল্যাপে এসেও টানটান লিগ টেবিলের লড়াই। একমাত্র গুজরাত টাইটান্স ছাড়া কোনও দলই প্লে অফের জায়গা একশো শতাংশ পাকা করতে পারেনি। আরসিবি হায়দরাবাদকে হারানোর পর কী দাঁড়াল কেকেআরের প্লে অফের সমীকরণ।

কলকাতা: পঞ্জাবের বিরুদ্ধে দিল্লির জয়ের পর কিছুটা অক্সিজেন পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবির হার দেখার আশা নিয়েই বসেছিল কেকেআর ফ্যানেরা। তাহলে প্লে অফের পথ আরও একটু সহজ হত নাইটদের। কিন্তু আদতে হায়দরাবাদ দেখল কোহলি ঝড়ো শতরান, সঙ্গে ফ্যাফ ডুপ্লেসির অধিনায়কোচিত ইনিংস। হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবির জয় ও কোহলির ব্যাটিং তাণ্ডবে কী একেবারেই লন্ডভন্ড হয়ে গেল কেকেআরে প্লে অফে যাওয়ার ক্ষীণ আশা টুকুও।
আরসিবির জয় কেকেআরের কাছে বড় ধাক্কা এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কেকেআরের প্লে অফে যাওয়ার যেটুকু আশা ছিল তা আরও ক্ষীণ ও জটিল হয়েছে সে বিষয়তেও কোনও সন্দেহ নেই। তবে একেবারেই যে নাইটদের প্লে অফে ওঠার রাস্তা বন্ধ হয়ে গেল, তেমনটা নয়। অন্ধকারের মধ্যে এখনও আলোর বিন্দু রয়েছে। তারজন্য প্রথম শর্ত হল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘরের মাঠে খুব বড় ব্যবধানে জিতে ১৪ পয়েন্টে পৌছতে হবে ও রানরেট ভালো করতে হবে।
advertisement
advertisement
নিজেদের ম্যাচ জেতার পর কেকেআরকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচের ফলাফলের দিকে। শুক্রবার পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালের ম্যাচ রয়েছে। রাজস্থান ও পঞ্জাব দুই দলেরই ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। সঞ্জদের রানরেট +০.১৪০ ও শিখরদের রানরেট -০.৩০৮। ফলে এই ম্যাচ পঞ্জাব কিংস জিতলে কেকেআরের খানিকটা সুবিধা হবে। কারণ রাজস্থানের রানরেট কেকেআরের থেকে ভালো। তবে পঞ্জাবকে জিততে হবে খুবই কম ব্যবধানে যাতে রানরেট খুব না বাড়ে।
advertisement
অপরদিকে, বর্তমানে ১৩ ম্যাচে ৭ জয় নিয়ে ১৪ পয়েন্টে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নেট রান রেট -০.১২৮। রোহিত-সূর্যদের শেষ ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। ফলে শেষ ম্যাচ বড় ব্যবধানে হারতে হবে মুম্বইকে। যাতে রানরেট কেকেআরের নীচে নেমে আসে। আরসিবি হায়দাবাদকে বৃহস্পতিবারের ম্যাচে হারানোর পর ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট তাদেরও। নেট রান রেট +০.১৮০। আরসিবির শেষ ম্যাচ ঘরের মাঠে গজরাতের বিরুদ্ধে। সেই ম্যাচে আরসিবিকে বড় ব্যবধানে হারতে হবে। যাতে রানরেট অনেকটা নীচে নেমে আসে।
advertisement
এবার যদি আমরা কেকেআরের অবস্থা দেখি ১৩ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে নাইটরা। কেকেআরের নেট রান রেট -০.২৫৬। ফলে শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে রান চেজ করাই ভালো অপশন হবে কেকেআরের। তাতে কত ওভারের মধ্যে খেলা শেষ করতে পারলে রানরেট ভালো হবে সেই হিসেবটা পরিষ্কার পাওয়া যাবে। আর তা না হলে যতটা সম্ভব কম রানের মধ্যে অলআউট করতে হবে লখনউকে। এই সকল সমীকরণ মিললেই প্লে অফের দরজা খুলতে পারে কেকেআরের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR Playoffs Chances: কোহলির তাণ্ডবে লন্ডভন্ড কেকেআরের স্বপ্ন! না এখনও রয়েছে প্লে অফের আশা, কী বলছে সমীকরণ
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement