দলের ডু অর ডাই ম্যাচে আরও একবার জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট। শতরান করে বুঝিয়ে দিলেন তিনিই এখনও 'কিং' কোহলি।
2/ 6
সানরাইজার্সের বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের ষষ্ঠ শতরান করলেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারী হলেন কোহলি।
3/ 6
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারী ছিলেন ক্রিস গেইল। ইউনিভার্স বসকে ছুঁয়ে যুগ্মভাবে শীর্ষে স্থানে পৌছে গেলেন কোহলি। ৫টি শতরান করে দ্বিতীয় স্থানে জস বাটলার।
4/ 6
সনরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন কোহলি। ৬২ বলে সেঞ্চুরি করেন বিরাট। ৬৩ বলে ১০০ করে আউট হন বিরাট কোহলি।
5/ 6
এদিন নিজের স্মরণীয় ইনিংসে বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন বিরাট কোহলি। তাঁর ১০০ রানের ম্যাচ উইনিং ইনিংস ১২টি চার ও ৪টি ছয়ে সাজানো।
6/ 6
ম্যাচে হেনরিক ক্লাসেনের শতরানে ভর করে ১৮৬ করে হায়দরাবাদ। রান তাড়া করতে নেমে ১৭২ রানের পার্টনারশিপ করেন কোহলি ও ডুপ্লেসি। ৭১ রান করেন ডুপ্লেসি। ৮ উইকেটে ম্যাচ জেতে আরসিবি।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারী ছিলেন ক্রিস গেইল। ইউনিভার্স বসকে ছুঁয়ে যুগ্মভাবে শীর্ষে স্থানে পৌছে গেলেন কোহলি। ৫টি শতরান করে দ্বিতীয় স্থানে জস বাটলার।
ম্যাচে হেনরিক ক্লাসেনের শতরানে ভর করে ১৮৬ করে হায়দরাবাদ। রান তাড়া করতে নেমে ১৭২ রানের পার্টনারশিপ করেন কোহলি ও ডুপ্লেসি। ৭১ রান করেন ডুপ্লেসি। ৮ উইকেটে ম্যাচ জেতে আরসিবি।