#চেন্নাই: আইপিএল নিলাম হতে এখনও বেশ খানিক দেরি আছে। কোন ক্রিকেটার কোন দলে যেতে পারেন, তাই নিয়ে অবশ্য চর্চা থেমে নেই। বিভিন্ন দল তাদের প্রয়োজনমতো ক্রিকেটার রিক্রুট করবে। বিভিন্ন সংবাদমাধ্যমে লেখালিখি চলছে। যুক্তি দিয়ে বোঝার চেষ্টা চলছে। তবে সিএসকে ভক্তরা একটা পুরনো টুইট ভাইরাল করেছেন। সেখানে রশিদ খান মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস দলে খেলতে চান দেখা যাচ্ছে।
আসলে বেশ কয়েক মাস আগে রশিদ জানিয়েছিলেন তার স্বপ্ন ধোনির নেতৃত্বে একবার খেলা। এবার সানরাইজার্স হায়দারাবাদ তাকে রিটেন করেনি। তবে রশিদ খানের মতো ক্রিকেটারের দাম কয়েক কোটি উঠবে সেটা স্বাভাবিক। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস রশিদকে দলে নেয় কিনা সেটা দেখার আছে। লেগ স্পিনার হিসেবে ইমরান তাহির ছিল সিএসকের হাতে। কিন্তু তাকে ছেড়ে দিয়েছে চেন্নাই। একমাত্র বিদেশি হিসেবে মইন আলিকে রেখে দিয়েছে তারা।
কিন্তু ভারতে আইপিএল হলে বিশেষ করে চিপকের স্পিন সহায়ক উইকেটে একজন কোয়ালিটি লেগ স্পিনার প্রয়োজন। সেক্ষেত্রে রশিদ খানকে নিতেই পারে ধোনির চেন্নাই। ব্যাট হাতেও কিছুটা রান করার ক্ষমতা রাখেন আফগান তারকা। আইপিএল, বিগ ব্যাশসহ বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আফগানিস্তানের ক্রিকেটারদের চাহিদা ব্যাপক।
রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব-উর-রহমানরা প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগই মাতিয়ে চলেছেন। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণে নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির ঘরোয়া ক্রিকেটে। তাই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আফগানদের এভাবে অবাধ বিচরণে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দেশটির বোর্ড। সারা বছর বাইরের লিগে খেলে বেড়ানোয় স্থানীয় ক্রিকেটাররা আন্তর্জাতিক তারকাদের সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছে।
তাই তারকা ক্রিকেটারদের লাগাম টেনে ধরার পরিকল্পনা হাতে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। সম্প্রতি ১৪ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে এসিবি। তারা দেশের ক্রিকেটীয় কাঠামো পর্যবেক্ষণ ও পুনর্বিবেচনা করে নতুন পরিকল্পনা সুপারিশ করেছে। এরই মধ্যে কয়েক দফায় আলোচনায়ও বসেছে তারা।
খেলোয়াড়দেরকে বছরে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দেওয়া হবে। তারা কোন তিনটি খেলবে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্তই হবে। এছাড়া টেস্ট দলে সুযোগ পাওয়ার জন্য ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা হবে। তবে রশিদ খান নিজেও জানেন চেন্নাইয়ের উইকেটে খেলতে পারলে তার উইকেট নেওয়ার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CSK, Rashid Khan