IPL Auction 2022, Shivam Dube : ৪ কোটিতে চেন্নাইতে এসে ধোনির অধীনে নবজন্মের প্রতীক্ষায় শিবম দুবে

Last Updated:

IPL Mega auction 2022 Shivam Dube excited to play under Dhoni in CSK. চেন্নাইতে এসে ধোনির অধীনে নবজন্মের প্রতীক্ষায় শিবম দুবে

চেন্নাইতে এসে ধোনির অধীনে নবজন্মের প্রতীক্ষায় শিবম দুবে
চেন্নাইতে এসে ধোনির অধীনে নবজন্মের প্রতীক্ষায় শিবম দুবে
ধরে রাখে সঞ্জু স্যামসন, জস বাটলার ও যশস্বী জয়সওয়ালকে। ২০২১ সালে রাজস্থানে যোগ দেওয়ার আগে শিবম দুবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ছিলেন। সেখানেও ব্যর্থ হয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, শিবম দুবে এর আগে দুটো দলে ব্যর্থ হওয়ায় এটা তাঁর কাছে শেষ সুযোগ। মহেন্দ্র সিং ধোনির অধীনে তিনি নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন। শার্দূল ঠাকুরের জায়গাটা তিনি নিতে পারেন কি না সেটাই দেখার।
advertisement
advertisement
দীপক চাহারকে ১৪ কোটি টাকার বিনিময়ে দলে ফিরিয়েছে। IPL-এর নিয়ম মোতাবেক প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মোট ২৫ জন করে প্লেয়ার রাখতে পারবে দলে। যাঁদের মধ্যে সর্বোচ্চ আট জন বিদেশি। নিলামে প্রতিটি দল খরচ করতে পারবে ৯০ কোটি টাকা। এবারের নিলাম বাকি মরশুমের থেকে আলাদা। সূত্রের খবর, এবারই হতে চলেছে শেষ মেগা নিলাম। অর্থাৎ এবারই শেষ সুযোগ সব ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে তাদের দল গুছিয়ে তোলার।
advertisement
চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার খবর সামনে আসতে আসতে এবার পিতা হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পিতা হওয়ার খবর জানান শিবম দুবে। সঙ্গে স্ত্রী অঞ্জুম খান ও সদ্যজাত পুত্রের ছবি শেয়ার করেন। গত বছর ১৭ জুলাই বিয়ে করেন শিবম দুবে।
ভিন্ন ধর্মের হওয়ায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার মুখে পড়েন দুবে। কিন্তু সেটিকে পাত্তা না দিয়ে তিনি এগিয়ে চলেন। শিবম জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলতে পারা তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL Auction 2022, Shivam Dube : ৪ কোটিতে চেন্নাইতে এসে ধোনির অধীনে নবজন্মের প্রতীক্ষায় শিবম দুবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement