IPL Auction 2022, Mumbai Indians : ঈশান এবং ব্রেভিসেই শেষ নয়, দ্বিতীয় দিনেও চমক বাকি মুম্বই ইন্ডিয়ান্স দলের

Last Updated:

IPL Mega auction 2022 Ishan Kishan along with Dewald Brevis and Basil Thampi makes way in Mumbai Indians. ঈশান কিষান ছাড়াও বেবি এবি এবং মুরুগান অশ্বিনকে নিল মুম্বই ইন্ডিয়ান্স

ঈশান কিষান ছাড়াও বেবি এবি এবং মুরুগান অশ্বিনকে নিল মুম্বই ইন্ডিয়ান্স
ঈশান কিষান ছাড়াও বেবি এবি এবং মুরুগান অশ্বিনকে নিল মুম্বই ইন্ডিয়ান্স
এবারের আইপিএলে তিনি সর্বোচ্চ মূল্যের ভারতীয় ক্রিকেটার। মোট আইপিএলের ইতিহাসে যুবরাজ সিংয়ের পর দ্বিতীয়। ঈশান যে গত বছর দুরন্ত ক্রিকেট খেলেছিলেন তেমন নয়। সাধারণত মুম্বই ইন্ডিয়ান্স ১০ কোটির ওপরে ওঠে না। কিন্তু এবার ঈশানকে ধরে রাখতে কতটা মরিয়া ছিল তারা বোঝা গেল। আইপিএলের ইতিহাসে ৬১ ম্যাচে ১৪৫২ রান রয়েছে ঈশানের। ২০২০ সালে মোট ৫১৬ রান করেছিলেন ঈশান। মুম্বই ইন্ডিয়ান্স দলের সর্বোচ্চ।
advertisement
advertisement
শুরু করেছিলেন, সেই ছন্দ ধরে রাখতে পারেননি ঈশান কিষান। তার প্রতিভা এবং যোগ্যতা নিয়ে কখনই সন্দেহ ছিল না। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ছিলেন দেশের অধিনায়ক। আইপিএলে অতীতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়েও ঝাড়খণ্ডের বাহাতি ফাটাফাটি ব্যাটিং করেছিলেন।
advertisement
পাশাপাশি দক্ষ উইকেট রক্ষক। এছাড়া দক্ষিণ আফ্রিকার পরবর্তী সুপারস্টার এবং অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী দেওয়ালড ব্রেভিসকে তিন কোটি টাকায় নিয়েছে তারা। দেড় কোটি টাকায় মুরুগান অশ্বিন এবং ৩০ লক্ষ টাকায় বাসেল থাম্পিকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
আগেই রিটেন করা ক্রিকেটার
রোহিত শর্মা (১৬ কোটি)
advertisement
জসপ্রিত বুমরাহ ( ১২ কোটি)
সূর্য কুমার যাদব (৮ কোটি)
পোলার্ড (৬ কোটি)
প্রথমদিন নিলামে নেওয়া হল যাদের
ঈশান কিষান ( ১৫.২৫ কোটি)
দেওয়ালড ব্রেভিস (৩ কোটি)
মুরুগান অশ্বিন (১.৬ লাখ)
বাসেল থাম্পি (৩০ লাখ)
advertisement
মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পড়ে রয়েছে
আর ২৭ কোটি ৮৫ লাখ টাকা
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL Auction 2022, Mumbai Indians : ঈশান এবং ব্রেভিসেই শেষ নয়, দ্বিতীয় দিনেও চমক বাকি মুম্বই ইন্ডিয়ান্স দলের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement