IPL Auction 2022, Sakib Al Hasan: পেলেন না কোনো দল, আইপিএল নিলামে আনসোল্ড থাকলেন বাংলাদেশের সাকিব

Last Updated:

IPL Auction 2022 Bangladesh all rounder Shakib Al Hasan goes unsold. সকলকে অবাক করে আইপিএল নিলামে আনসোল্ড সাকিব আল হাসান

সকলকে অবাক করে আইপিএল নিলামে আনসোল্ড সাকিব
সকলকে অবাক করে আইপিএল নিলামে আনসোল্ড সাকিব
#বেঙ্গালুরু: আইপিএলের নিলামে সুরেশ রায়না এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ আনসোল্ড থেকে গেছেন। বাংলাদেশের সেরা অলরাউন্ডার এবং ক্রিকেট বিশ্বের অন্যতম ধারাবাহিক পারফর্মার সাকিব আল হাসানও এই তালিকায় পড়বেন বোঝা যায়নি। কিন্তু আইপিএলের নিলাম আবেগ দিয়ে নয়, ফ্র্যাঞ্চাইজিদের যুক্তি দিয়ে হয়। নিজের প্রয়োজনমতো ক্রিকেটার নির্বাচন করেন তারা। সেখানে জায়গা হল না আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারের।
অথচ এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশালের হয়ে যথেষ্ট ছন্দে ছিলেন সাকিব। এবারের নিলামের জন্য সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি , যা সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের জন্য নির্ধারিত। এই ক্যাটাগরিতে বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গে আছেন আরও ১০ জন ক্রিকেটার। তারা হলেন- স্টিভেন স্মিথ, মঈন আলী। সাকিব নিষিদ্ধ হয়েছিলেন ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে।
advertisement
advertisement
সাকিব অবশ্য এরইমধ্যে জাতীয় দলের জার্সিতেও ফিরেছেন। ২০২১ সালের আইপিএল নিলামে তাকে ৩ কোটি ২০ লাখ টাকায় কিনেছিল কলকাতা। ২০১১ সালে এই কলকাতা দিয়েই আইপিএল পথচলা শুরু সাকিবের। ফ্র্যাঞ্চাইজিটিতে তিনি কাটিয়েছেন ছয় বছর। এরপর ২০১৮ সালে যোগ দেন হায়দরাবাদে।
advertisement
আইপিএলের ইতিহাসে সাকিবের ৭৯৩ রান এবং মোট ৬৩ উইকেট আছে। গতবার কেকেআর দলে থাকলেও একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। সাকিব না থাকার কারণে এবারের আইপিএল বাংলাদেশ দর্শকদের কাছে কিছুটা ম্লান হল সেটা বলাই যায়। তবে বছর শেষে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে জবাব দেওয়ার প্রতীক্ষায় থাকবেন সাকিব।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL Auction 2022, Sakib Al Hasan: পেলেন না কোনো দল, আইপিএল নিলামে আনসোল্ড থাকলেন বাংলাদেশের সাকিব
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement