IPL 2025: ছেড়ে দেওয়া হল ঋষভ পন্থকে! বাংলার এই ক্রিকেটারকে রেখে দিল দিল্লি

Last Updated:

IPL 2025: দিল্লির কর্তারা পন্থের অধিনায়কত্বে খুশি ছিলেন না। এবার তারা কোনওভাবেই পন্থকে অধিনাযকত্বের পদে দেখতে চাননি। জল ঘোলা হয় তখন থেকেই। 

ছেড়ে দেওয়া হল ঋষভ পন্থকে! বাংলার অভিষেক পোড়েলকে রেখে দিল দিল্লি
ছেড়ে দেওয়া হল ঋষভ পন্থকে! বাংলার অভিষেক পোড়েলকে রেখে দিল দিল্লি
advertisement
নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালসের (ডিসি) অবাক করা সিদ্ধান্ত। ঋষভ পন্থকে রিটেন করল না তারা। ছেড়ে দেওয়া হল ভারতের তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে৷ বদলে রেখে দেওয়া হল বাংলার অভিষেক পোড়েলকে৷
advertisement
কোন দল কোন ক্রিকেটারদের রিটেন করছে, সেটা এবার প্রকাশ্যে৷ পন্থের মতাে উইকেটকিপারকে না রাখার অর্থ একটাই, ২০২৫ আইপিএল মেগা নিলামে তাঁকে নিয়ে প্রবল লড়াই চলবে দলগুলির মধ্যে৷
সূত্রের খবর,  ডিসির মালিকানা দলের সঙ্গে পন্থের আলোচনা কয়েক মাস ধরে চলার পরও সফল হয়নি। তবে, ফ্র্যাঞ্চাইজিটি চারজন খেলোয়াড়কে রিটেন করেছে৷ তাঁরা হলেন স্পিন জুটি অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব, দক্ষিণ আফ্রিকার ব্যাটার ট্রিস্টান স্টাবস এবং অপরিচিত ভারতীয় উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল।
advertisement
ডিসির হাতে নিলামে দুটি  রাইট টু ম্যাচ (RTM) কার্ডের অপশন থাকবে এবং তারা নিশ্চিতভাবেই পন্থকে পুনরায় কিনতে চেষ্টা করবে। পন্থ ২০১৬ সালে ডিসিতে যোগ দেন এবং ২০২২ সালে অধিনায়কত্ব গ্রহণ করেন। যদি ডিসি তাকে নিলামে ফিরে না পায়, তবে তাদের নতুন অধিনায়ক বেছে নিতে হবে। তিনজন ক্যাপড এবং একজন আনক্যাপড রিটেনশনের কারণে ডিসির বাজেট অন্তত ৪৭ কোটি টাকা (১৮+১৪+১১+৪) কমে যাবে এবং তাদের কাছে নিলামে দল গঠন করার জন্য ৭৩ কোটি টাকা থাকবে।
advertisement
অক্ষর প্যাটেল ২০১৯ থেকে ডিসির সঙ্গে যুক্ত৷ কুলদীপ সেখানে ২০২২ থেকে রয়েছেন (কেকেআরের সঙ্গে পাঁচটি মরশুম কাটানোর পর) এবং পোরেল ২০২৩ থেকে। পন্থ, কুলদীপ, অক্ষর এবং পোরেলকে গত নিলামের আগে ডিসি রিটেন করেছিল, যেখানে ফ্র্যাঞ্চাইজিটি স্টাবসকে ৫০ লাখ টাকায় কিনেছিল।
advertisement
পন্থের ভবিষ্যৎ নিয়ে ঘটনার মোড় নাটকীয় ছিল। আশা করা হচ্ছিল, দিল্লি হয়তো তাঁকে রিটেইন করে দেবে। কিন্তু হল ঠিক উল্টোটা৷ কী কারণে, পন্থকে রাখা থেকে পিছিয়ে আসল দিল্লি কর্তারা? জানা গিয়েছে, দিল্লির কর্তারা পন্থের অধিনায়কত্বে খুশি ছিলেন না। এবার তারা কোনওভাবেই পন্থকে অধিনাযকত্বের পদে দেখতে চাননি। জল ঘোলা হয় তখন থেকেই।
advertisement
ডিসির সহ-মালিক এবং জেএসডব্লিউ স্পোর্টসের পার্থ জিন্দাল ব্যক্তিগতভাবে পন্থের সঙ্গে দেখা করেন। পন্থ তার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কিছু পরামর্শ দেন। তবে, শেষ পর্যন্ত খেলোয়াড় ও মালিকানা দলের মধ্যে কোনও সমঝোতা হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2025: ছেড়ে দেওয়া হল ঋষভ পন্থকে! বাংলার এই ক্রিকেটারকে রেখে দিল দিল্লি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement