Preity Zinta's Celebration: নায়িকার ঝলমলে হাসির উদযাপনের ভিডিওটি আইপিএল এক্স-এ শেয়ার করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ক্লিপটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
আহমেদাবাদ: ১৯৯৪ সালের ক্যাডবেরির একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ে? কুছ খাস হ্যায়? ক্রিকেট আর উদযাপনকে এক খাতে মিলিয়ে দিয়েছিল সেই বিজ্ঞাপন। বয়ফ্রেন্ডের ছয় হাঁকানোয় মাঠে নেমে এক মেয়ের উচ্ছ্বাস এখনও অমলিন। যে প্রীতি জিন্টা ক্যাডবেরিরই বিজ্ঞাপন থেকে নজর কেড়েছিলেন সবার, এবার তাঁর ক্রিকেট মাঠের উচ্ছ্বাসও নেটদুনিয়ায় আলো ছড়াল।
রবিবার, ১ জুন, ২০২৫ তারিখে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। ২০৪ রানের লক্ষ্য তুলতে মোহালি-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির হয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার ৪১ বলে ৮৭ রান করেও অপরাজিত থাকেন। ক্রিজে থাকাকালীন তিনি পাঁচটি চার এবং আটটি ছক্কা হাঁকান। রান তোলার সময়েই ১৯তম ওভারের শেষ বলে অশ্বিনী কুমারকে ছক্কা মেরে জয়ে সিলমোহর দেন।
মোহালি-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইয়ারের এই রানের পর, পঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিন্টা তাঁর আসন থেকে লাফিয়ে ওঠেন এবং জয়ের আনন্দ উদযাপন করেন সবার সঙ্গে। নায়িকার ঝলমলে হাসির উদযাপনের ভিডিওটি আইপিএল এক্স-এ শেয়ার করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ক্লিপটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
আহমেদাবাদে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের ফলে আইয়ার-ই এখন বিশ্বের প্রথম অধিনায়ক যিনি তিনটি ভিন্ন দলকে আইপিএল ফাইনালে নেতৃত্ব দিয়েছেন। শুধু তাই নয়, দুটি ভিন্ন দলের সঙ্গে পর পর দুটি আইপিএল ফাইনালে পৌঁছানোর প্রথম অধিনায়কও তিনিই!
আইয়ার নেহাল ওয়াধেরার (৪৮ রান) সঙ্গে চতুর্থ উইকেটে ৮৪ রান এবং মার্কাস স্টোইনিসের (২ রান) সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৮ রান তুলে ২০১৪ সালের আইপিএল ফাইনালে একটি চিরকাল মনে রেখে দেওয়ার মতো জয় নিশ্চিত করলেন।
আইপিএল ২০২৫-এর দ্বিতীয় নকআউট ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলে অধিনায়ক হিসেবে এটি আইয়ারের ৫০তম জয়। অধিনায়ক হিসেবে তাঁর চেয়ে বেশি আইপিএল ম্যাচ জিতেছেন কেবল এমএস ধোনি, রোহিত শর্মা, গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি।
advertisement
A 1⃣1⃣ year wait ends… 🥹#PBKS are in the #TATAIPL 2025 Final and who better than Captain Shreyas Iyer to take them through ❤
আইপিএল ২০২৫ এর ফাইনালে পঞ্জাব কিংস মঙ্গলবার ৩ জুন, ২০২৫ তারিখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। এই বছরের আইপিএলের ফাইনাল ম্যাচ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হওয়ার কথা। আরসিবি বনাম পিবিকেএস ফাইনালের অর্থ হল এই বছরের আইপিএল মরশুমে একজন নতুন চ্যাম্পিয়ন দেখা যাবে। ২০০৮ সালে লিগ শুরু হওয়ার পর থেকে পিবিকেএস এবং আরসিবি উভয়েই প্রতিটি আইপিএল মরশুমে অংশ নিয়েছে, কিন্তু কখনও ফাইনাল জিততে পারেনি।