MI vs GT: ডু অর ডাই! আইপিএলের এলিমিনেটরে মুম্বই-গুজরাতের হাইভোল্টেজ লড়াই, দুই দলের একাদশে বড় চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Playoffs MI vs GT: আইপিএল ২০২৫ প্লেঅফের প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটানস ও মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালের লক্ষ্যে একধাপ এগোতে মরিয়া দুই দল।
আইপিএল ২০২৫ প্লেঅফের প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটানস ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার, ৩০ মে, মুল্লানপুরের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গত মরশুমে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়া গুজরাত এবার দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। বিশেষ করে ওপেনার শুভমান গিল এবং সাই সুদর্শন ব্যাট হাতে অসাধারণ ফর্মে আছেন। তাদের পাশাপাশি বোলাররাও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন।
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ানসও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলটি গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্সকে পেছনে ফেলে দিয়ে এবারের প্লে-অফে জায়গা করে নিয়েছে। সূর্যকুমার যাদব, রোহিত শর্মা এবং তরুণ খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় তারা শক্ত প্রতিপক্ষ হয়ে উঠেছে। ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য ও অভিজ্ঞ এক ঝাঁক প্লেয়ার মুম্বই দলের প্রধান শক্তি।
এই দুই দলের মধ্যে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ হয়েছে, যার মধ্যে গুজরাত জিতেছে তিনটিতে, আর মুম্বাই জিতেছে দুটিতে। গুজরাত টাইটানসের সাম্প্রতিক পারফরম্যান্সে কিছুটা ধারাবাহিকতার অভাব থাকলেও প্লে-অফে লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত গুজরাত। অপরদিকে, ষষ্ঠ ট্রফি জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোতে বদ্ধপরিকর এমআই।
advertisement
advertisement
গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স দু-দলই প্লে অফে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। বাটলার, রিকলটন, উইল জ্যাকসের মতো তারকারা প্লেঅফে নেই। বাটলারের পরিবর্তে কুশল মেন্ডিস খেলতে পারেন। মুম্বই ইন্ডিয়ান্সে রিকলটনের জায়গায় কিপার ব্যাটার জনি বেয়ারস্টো নিশ্চিত। উইল জ্যাকসের জায়গায় খেলতে পারেন চারিথ আসালঙ্কা।
আরও পড়ুনঃ IPL 2025 Final: ইতিহাস তৈরি করলেন রজত পাতিদার, বসলেন ধোনি-রোহিত-হার্দিকদের সঙ্গে একই আসনে
advertisement
এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, সাই সুদর্শন, কুশল মেন্ডিস, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জেরাল্ড কোৎজে, আর্শাদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ
এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, চরিত আসালঙ্কা/বেভন জেকবস, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, করণ শর্মা
advertisement
এই হাইভোল্টেজ ম্যাচে দুই দলই মরিয়া থাকবে জয় ছিনিয়ে নিয়ে কোয়ালিফায়ার ২-এ জায়গা করে নিতে। অভিজ্ঞতা ও ফর্মের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা জানতে অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি হতে চলেছে এক রোমাঞ্চকর সন্ধ্যা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 9:33 AM IST