Dream 11 Winner: বাংলার ছেলে পেল ৪ কোটি টাকা! এক রাতে কোটিপতি! IPL গড়ে দিল জীবন

Last Updated:

Dream 11 winner- ৩৯ টাকা দিয়ে ড্রিম ইলেভেনে টিম বানিয়ে প্রথম পুরস্কার চার কোটি টাকা জিতলেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গোয়াগাঁও ২ গ্রাম পঞ্চায়েতের গেদরীগাঁও ডাঙ্গি এলাকার বাসিন্দা মহম্মদ মাজারুল ইসলাম।

News18
News18
গোয়ালপোখর : ড্রিম ইলেভেনে টিম বানিয়ে কেল্লাফতে! ৩৯ টাকা দিয়ে ড্রিম ইলেভেনে টিম বানিয়ে প্রথম পুরস্কার চার কোটি টাকা জিতলেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গোয়াগাঁও ২ গ্রাম পঞ্চায়েতের গেদরীগাঁও ডাঙ্গি এলাকার বাসিন্দা মহম্মদ মাজারুল ইসলাম। এর পর স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে করে থানায় হাজির যুবক। খবর জানাজানি হতেই খুশির হাওয়া এলাকা জুড়ে।
জানা গিয়েছে, গতকাল কলকাতা ও দিল্লির খেলায় ১১ জন খেলোয়াড়কে নিয়ে ৩৯ টাকা দিয়ে ড্রিম ইলেভেনে টিম বানান মহম্মদ মাজারুল ইসলাম। এর পর খেলা শেষে তিনি দেখতে পান তাঁর দলের প্রতিটি খেলোয়াড় ভাল খেলেছেন। তাঁর টিম প্রথম স্থান অধিকার করে। কিছুক্ষণ পর তার ড্রিম ইলেভেনে প্রথম পুরস্কারের চার কোটি টাকা জমা হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন- দিল্লি জয়ের পরই বড় ঘোষণা করে দিলেন রাহানে! কী জানালেন কেকেআর অধিনায়ক?
বুধবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে গোয়ালপোখর থানায় উপস্থিত হন তিনি। পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত সহযোগিতা করা হয়। তাঁকে বেশ কিছুদিন থানায় থাকার জন্য বলা হয়।
advertisement
গোয়ালপোখর থানার গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গেদরীগাঁও ডাঙ্গি গ্রামের বাসিন্দা ওই যুবক। তাঁর বাবা কৃষক। মধ্যবিত্ত পরিবার। দাদারা কেউ পড়াশোনা না করলেও বাড়ির সবার সহযোগিতায় পড়াশোনা চালানোর পাশাপাশি স্থানীয় এলাকায় কাজ করেন। গত ১ বছর ধরে ড্রিম ইলেভেন খেলেন। এই টাকা দিয়ে আগে বাবা মা-র স্বপ্ন পুরণ করবেন বলে জানান। নিজের ব্যবসা বড় করবেন বলে জানান মহম্মদ মাজারুল ইসলাম।
advertisement
আরও পড়ুন- আইপিএলে বোলার রোহিতের রয়েছে এমন রেকর্ড, যা কোনও ভারতীয়র নেই! জন্মদিনে জানুন সেই অজানা নজির
নিজে পুরস্কার জিতলেও যুব সমাজকে এই খেলার নেশায় মেতে না ওঠার পরামর্শ দিয়েছেন সেই যুবক। এই খেলায় আর্থিক ঝুঁকি রয়েছে, সেটাও জানিয়ে দেন তিনি।
-চঞ্চল মোদক
বাংলা খবর/ খবর/খেলা/
Dream 11 Winner: বাংলার ছেলে পেল ৪ কোটি টাকা! এক রাতে কোটিপতি! IPL গড়ে দিল জীবন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement