KKR News: দিল্লি জয়ের পরই বড় ঘোষণা করে দিলেন রাহানে! কী জানালেন কেকেআর অধিনায়ক?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফের আইপিএলে জয়ের রাস্তায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে ব্যাটে-বলে ছন্দ দেখিয়ে ১৪ রানে অক্ষর প্যাটেলের দলকে হারায় অজিঙ্কে রাহানে ব্রিগেড।
দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফের আইপিএলে জয়ের রাস্তায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে ব্যাটে-বলে ছন্দ দেখিয়ে ১৪ রানে অক্ষর প্যাটেলের দলকে হারায় অজিঙ্কে রাহানে ব্রিগেড। দলের এই জয়ে খুশি কেকেআর অধিনায়ক। প্লে অফের ওঠার লক্ষ্যে একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছেন নাইট সেনাপতি। দিল্লির বিরুদ্ধে জয়ের পর বড় কথা বলে দিলেন রাহানে।
দিল্লির বিরুদ্ধে কঠিন ম্যাচে কেকেআরের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংদের। ম্যাচ শেষে সতীর্থদের প্রশংসায় ভরিয়ে দিলেন কেকেআর অধিনায়ক। বিশেষ করে নারিনের ভূয়সী প্রশংসা করেন রাহানে। তিনি বলেন, ১৪তম ওভারে নারিন অক্ষর প্যাটেল ও ট্রিস্টান স্টাবসের উইকেট নেন। ১৬তম ওভারে নেন ফাফ ডুপ্লেসির উইকেট। নারিন দু ওভারেই খেলাটা ঘুরিয়ে দিল। তাতে ম্যাচের রাশ আমাদের হাতে চলে আসে।”
advertisement
এছাড়াও অজিঙ্কে রাহানে বলেছেন,”নারিন তো এই দলের চ্যাম্পিয়ন বোলার। ও এর আগেও দলের হয়ে অসংখ্য ম্যাত উইনিং পারফরম্যান্স দিয়েছে। নারিন আর বরুণকে পেয়ে আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে।” তবে রাসেলের প্রশংসা করে সকলকে একটু অবাকই করে দিয়েছেন রাহানে। বোলিং ভাল করলেও ব্যাটিংয়ে দিল্লির বিরুদ্ধেও ব্যর্থ হয়েছেন রাসেল।
advertisement
advertisement
রাহানে জানিয়েছেন, রাসেল ভাল বোলিং করেছেন। ব্যাটিংয়েও দলকে সাহায্য করছে। অনুশীলনে নারিন আর রাসেল সবার আগে চলে আসেন। দীর্ঘ সময় নেটে কাটান। পারফরম্যান্স উন্নত করার জন্য ও অনেক পরিশ্রম করছে বলেও জানিয়েছেন রাহানে। একইসঙ্গে প্লে অফ নিয়ে এখনই ভাবতে নারাজ। একটি একটি করে ম্যাচ জয়ের লক্ষ্যে এগোতে চাইছেন কেকেআর অধিনায়ক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2025 11:34 AM IST