IPL 2025 CSK vs GT: টপারদের উড়িয়ে মরশুম শেষ করল সিএসকে, হেরে অনিশ্চিত গুজরাতের প্রথম দুইয়ে থাকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 CSK vs GT: বড় ব্যবধানে দুরন্ত জয় দিয়ে মরশুমের শেষ করল চেন্নাই সুপার কিংস। গ্রুপের শেষ ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
বড় ব্যবধানে দুরন্ত জয় দিয়ে মরশুমের শেষ করল চেন্নাই সুপার কিংস। গ্রুপের শেষ ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। টেবিল টপারদের হেলায় হারাল এমএস ধোনির দল। সিএসকের দেওয়ার ২৩১ রানে বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৪৭ রানে শেষ হল গুজরাত টাইটান্সের ইনিংস। এই হারের ফলে প্রথম দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা কার্যত অনিশ্চিত হয়ে পড়ল।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। প্রথম থেকেই চেন্নাইয়ের যেই ব্যাটারই ক্রিজে এসেছেন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছেন। গুজরাত টাইটান্সের বোলিং অ্যাটাক নিয়ে কার্যত ছেলেখেলা করে সিএসকে ব্যাটাররা। ডেভন কনওয়ে ও ডিওয়াল্ড ব্রেভিসের হাফ সেঞ্চুরিতে ভর করে ২০০ রানের গন্ডি টপকে যায় সিসএকে। ব্রেভিসের ৫৭, কনওয়ের ৫২ রানের ইনিংস ছাড়াও আয়ূষ মাত্রে ৩৪, উর্ভিল প্যাটেল ৩৭, শিবম দুবে ১৭ ও রবীন্দ্র জাদেজা ২১ রান করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩০ রান করে চেন্নাই সুপার কিংস।
advertisement
advertisement
বড় টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয় গুজরাত টাইটান্সকে। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লিগ টেবিলের এক নম্বরে থাকা দল। সাই সুদর্শনের ৪১ রানের ইনিংস ছাড়া আর কোনও গুজরাত ব্যাটার সম্মানজনক স্কোর করতে পারেনি। নুর আহমেদ ও রবীন্দ্র জাদেজার ভেলকি এবং আনশুল কাম্বোজ, খালিল আহমেদ, মাথিসা পাথিরানার পেস অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি গুজরাত। শেষ পর্যন্ত ১৪৭ রানে অলআউট হয়ে যায় জিটি। ৮৩ রানে ম্যাচ জিতল সিএসকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2025 7:15 PM IST