IPL 2024: বেশি রাতে বিশেষ ট্রেন, ইডেনে আইপিএল ম্যাচ দেখে বাড়ি ফেরার টেনশন কিছুটা কমল দর্শকদের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
খেলা দেখে বেশি রাতে বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হয় বহু দর্শকদের ৷ এ বিষয়ে তাঁদের সাহায্যে এগিয়ে এল পূর্ব রেল ৷ ইডেনে এর পরের ম্যাচগুলির জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে ৷
কলকাতা: ইডেনে রাতের আইপিএল ম্যাচ শেষ হতে প্রতিদিনই সাড়ে ১১টা বা তার বেশি দেরি হয়ে যায় ৷ অর্থাৎ এই গরমে হয়তো রাত সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ম্যাচগুলো মাঠে বসে দেখার জন্য আরামদায়ক ৷ কিন্তু বেশি রাতে বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হয় বহু দর্শকদের ৷ বিশেষ করে যারা কলকাতার বাসিন্দা নন ৷ বাড়ি ফেরার জন্য ট্রেনই যাঁদের সবচেয়ে বড় ভরসা ৷ এ বিষয়ে সাহায্যে এগিয়ে এল পূর্ব রেল ৷ ইডেনে এর পরের ম্যাচগুলির জন্য রাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে ৷
আগামী ২৬ এপ্রিল, ২৯ এপ্রিল এবং ১১ মে খেলা শেষ হওয়ার পর দর্শকদের তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে পূর্ব রেল। ওই দিনগুলিতে রাত ১১ টা ৫০ মিনিটে একটি ১২ কোচের EMU ট্রেন প্রিন্সেপঘাট থেকে ছেড়ে বারাসতে পৌঁছবে রাত ১টায়। এই ট্রেনটি প্রিন্সেপঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদি বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম হয়ে বারাসত পৌঁছবে।
advertisement
advertisement
ওই দিনই অপর একটি ১২ কোচের EMU ট্রেন মধ্যরাতে অর্থাৎ ১২:০২ মিনিটে বিবাদিবাগ থেকে ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ০১:৩২ মিনিটে। ট্রেনটি বিবাদি বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট , নিউ আলিপুর, বালিগঞ্জ , সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2024 5:03 PM IST