IPL 2024 RR vs DC: মরশুমে টানা দ্বিতীয় হার দিল্লির, পরপর ম্যাচে জিতে দ্বিতীয় স্থানে রাজস্থান

Last Updated:

IPL 2024 RR vs DC: একদিকে পরপর ২ ম্যাচ জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস। অপরদিকে, প্রতিযোগিতায় পরপর ২ ম্যাচে হার দিল্লি ক্যাপিটালসের।

আর দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান ৩ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +১.২৪৯। তৃতীয় সিএসকে ৩ ম্যাচে ২ জয়, ৪ পয়ন্ট নেট রানরেট +০.৯৭৬। ৩ ম্যাচে ২ জয় নিয়ে চতুর্থ ও পঞ্চম লখনউ ও গুজরাত।
আর দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান ৩ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +১.২৪৯। তৃতীয় সিএসকে ৩ ম্যাচে ২ জয়, ৪ পয়ন্ট নেট রানরেট +০.৯৭৬। ৩ ম্যাচে ২ জয় নিয়ে চতুর্থ ও পঞ্চম লখনউ ও গুজরাত।
ইনদওর: একদিকে পরপর ২ ম্যাচ জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস। অপরদিকে, প্রতিযোগিতায় পরপর ২ ম্যাচে হার দিল্লি ক্যাপিটালসের। ব্যাটে-বলে লড়াই হলেও টানটান ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল রাজস্থান। গুরুত্বপূর্ণ ম্যাচে সঞ্জু স্যামসনের দলের কাছে ১২ রানে হারতে হল ঋষভ পন্থদের। ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা রিয়ান পরাগ।
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। রাজস্থানকে পরপর ধাক্কা দিয়ে অধিনায়কের সিদ্ধান্তকে প্রথম দিকে সঠিক প্রমাণ করেন দিল্লির বোলাররা। একটা সময় ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। রান পাননি যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসনরা। সেখান রিয়ান পরাগ ও রবিচন্দ্রন অশ্বিন দলের রাশ ধরেন। দুজনেই বেশ কিছু অনবদ্য শট খেলেন। ৫৪ রানের পার্টনারশিপ করে দলকে লড়াই ফেরান দুজন।
advertisement
advertisement
২৯ রানে কার্যকরী ইনিংস খেলে দলের ৯০ রানে সাজঘরে ফেরেন অশ্বিন। অপরদিকে নিজের মারকাটারি ইনিংস চালিয়ে যান রিয়ান পরাগ। অর্ধশতরানও পূরণ করেন তিনি। তাঁকে ধ্রুব জুরেল ২০ ও শিমরন হেটমায়ার ঝোড়ো ১৪ রান কে সঙ্গ দেন। রিয়ান পরাদের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৮৫ রানের লড়াকু স্কোর করে রাজস্থান। ৪৫ বলে ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রিয়ান।
advertisement
১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি দিল্লি ক্যাপিটালসের। ৩০ রানের মধ্যে ২ উইকেট পড়ে যায় দিল্লির। মিচেল মার্শ ২৩ ও রিকি ভুঁই খাতা না খুলেই সাজঘরে ফেরত যান। এরপর ডেভিড ওয়ার্নার ও রিষভ পন্থ ঠান্ডা মাথায় ব্যাটিং করে ৬৭ রানের পার্টনারশিপ করেন। কিন্তু ফের ৯৭ রানে ও ১০৪ রানে দুই সেট ব্যাটারের উইকেট হারায় দিল্লি। ওয়ার্নার ৪৯ ও পন্থ ২৮ রান করে আউট হন। রান পাননি অভিষেক পোড়েলও। ৯ করেন তিনি।
advertisement
১২২ রানে ৫ উইকেটে হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। সেখান থেকে ট্রিস্টান স্টাবস ও অক্ষর প্যাটেস মারকাটারি ব্যাটিং করে দিল্লিকে জয়ের স্বপ্ন দেখিয়েছিল। বিশেষ করে বিধ্বংসী ব্যাটিং করে স্টাবস। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ফিনিশ করতে পারেননি দুজনে। ২৩ বলে ৪৩ স্টাবস ও ১৩ বলে ১৫ করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে দিল্লি। ১২ রানে ম্য়াচ জেতে রাজস্থান।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 RR vs DC: মরশুমে টানা দ্বিতীয় হার দিল্লির, পরপর ম্যাচে জিতে দ্বিতীয় স্থানে রাজস্থান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement