IPL 2024: আইপিএল শুরুর আগেই মহাচমক! আরও এক দলের অধিনায়ক পরিবর্তন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024: ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। শুরুর আগেই মহাচমক দিল আরও এক দল। ফের হল অধিনায়ক পরিবর্তন।
হায়দরাবাদ: ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। তার আগে নিলামে যে দলগুলি চমক দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল সানরাইজার্স হায়দরাবাদ। রেকর্ড টাকা দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে কিনেছিল হায়দরাবাদ। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে দল নেয় অরেঞ্জ আর্মি। এবার কামিন্সকে দলের দায়িত্ব দিল সানরাইজার্স হায়দরাবাদ।
প্যাট কামিন্সকে নিলামে দলে নেওয়ার পর থেকেই জল্পনা চলছিল এবার আইপিএলের সানরাউজার্সের অধিনায়কত্বের দায়িত্ব পাবেন তিনি। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। কামিন্সকে অধিনায়ক করল সানরাইজার্স। বিগত বেশ কয়েক মরশুম ধরে সাফল্য পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে পরপর ২বার চ্যাম্পিয়ন হলেও আইপিএলে সাফল্য নেই অরেঞ্জ আর্মির।
advertisement
#OrangeArmy! Our new skipper Pat Cummins 🧡#IPL2024 pic.twitter.com/ODNY9pdlEf
— SunRisers Hyderabad (@SunRisers) March 4, 2024
advertisement
শেষবার আইপিএল জিতেছিল সানরাইজারস হায়দরাবাদ ২০১৬ সালে। ডেভিড ওয়ার্নার সেবার অধিনায়ক ছিল। শেষ ৩ বছরে ৩বার অধিনায়ক পাল্টেও সাফল্য আসেনি। গতবার আইপিএলে এডেন মার্করামের অধিনায়কত্বে ৪টি ম্যাচ জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার প্যাট কামিন্সের নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখছে অরেঞ্জ আর্মি। ২৩ মার্চ কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 2:56 PM IST