IND vs ENG: ভয়ঙ্কর পরিস্থতি! ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট হবে তো? তৈরি হয়েছে অনিশ্চিয়তা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England 5th Test: ৭ মার্চ থেকে ধরমশালায় শুরু হবে সিরিজের পঞ্চম টেস্ট। টিম ইন্ডিয়ার জন্য অশনি সংকেত। ধরমশালায় পঞ্চম টেস্ট আদৌ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।
ধরমশালা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত ফল ৩-১। ৭ মার্চ থেকে ধরমশালায় শুরু হবে সিরিজের পঞ্চম টেস্ট। সিরিজ জেতা হয়ে গেলেও এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অশনি সংকেত। ধরমশালায় পঞ্চম টেস্ট আদৌ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।
ধরমশালার আবহাওয়ার পূর্বাভাসের কারণেই ম্যাচ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী,আগামী ৫ দিন ধরমশালার তাপমাত্রা ১ ডিগ্রির আশপাশে থাকবে। এমনকী সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে – ৪ ডিগ্রি সেন্টিগ্রেড। এছাডা় বৃহস্পতি, শনি ও সোমবার বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে বলা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এছাড়া বাকি দিন হতে পারে বৃষ্টি। মেঘলা আকাশ থকাবে সারা দিন।
advertisement
advertisement
এমন আবহাওয়া থাকলে ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত ম্যাচ হওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় কম। ১ ডিগ্রির আশপাশেও তাপমাত্রা থাকলে দৃশ্যমান্যতা কম থাকবে। ওয়েদারের কারণে ধরমশলায় অনুশীলনও করছে না ভারত ও ইংল্যান্ড। মোহালিতে অনুশীলন করছে দুই দল। ম্যাচের ২ দিন আগে ধরমশালায় যাওয়ার কথা ভারত ও ইংল্যান্ড দুই দলের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 1:51 PM IST