KKR News: আইপিএলের প্রথম বোলার হিসেবে অনন্য রেকর্ড গড়লেন সুনীল নারিন, গর্বিত করলেন কেকেআরকে

Last Updated:

Kolkata Knight Riders: কেকেআরের বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ব্যাট হাতে এদিন বড় রান পাননি সুনীল নারিন। রান না পেলেও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। সঙ্গে গড়লেন অনন্য রেকর্ড।

সুনীল নারিন
সুনীল নারিন
কলকাতা: ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে আরসিবির বিরুদ্ধে জয় পায় নাইটরা। কেকেআরের বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ব্যাট হাতে এদিন বড় রান পাননি সুনীল নারিন। রান না পেলেও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার।
এদিন কেকেআরের বোলিং লাইনের অন্যান্য বোলাররা যেখানে অনেক বেশি রান খরচ করেছে। আরসিবির ব্যাটাররা অন্যান্য বোলারদের যখন বেদম প্রহার করছে, সেখানে সুনীল নারিন মাত্র ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। একই ওভারে ক্যামেরন গ্রিন ও মহিপাল লোমরোরকে আউট করে কেকেআরকে ম্যাচে ফেরান তিনি।
এদিন দুই উইকেট নেওয়ার সঙ্গে আইপিএলের ইতিহাসে এক অনন্য রেকর্ডের অধিকারী হলেন সুনীল নারিন। আরসিবির বিরুদ্ধে ২টি উইকেট নিয়ে নারিনের উইকেট সংখ্যা দাঁড়াল ১৭২। যা আইপিএলের ইতিহাসে যে কোনও একটি দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন নারিন। আর আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন নারিন।
advertisement
advertisement
প্রসঙ্গত, এবারের আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল নারিন। শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও এবার কেকেআরের ওপেনে স্তম্ভ হয়ে উঠেছেন নারিন। আইপিএলের ৭ ম্যাচে এখনও পর্যন্ত ২৮৬ রান করেছেন সুনীল নারিন। রয়েছে একটি শতরান ও একটি অর্ধশতরান। বল হাতে নিয়েছে ৭ ম্যাচে ৯ উইকেট।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: আইপিএলের প্রথম বোলার হিসেবে অনন্য রেকর্ড গড়লেন সুনীল নারিন, গর্বিত করলেন কেকেআরকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement