Virat Kohli Out Controversy: হর্ষিত রানার বলে বিরাট কোহলির আউট কি সত্যিই নো বল ছিল? কী বলছে নিয়ম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Out Controversy Against KKR: আরসিবির বিরুদ্ধে কেকেআরের রুদ্ধশ্বাস জয়ে বাদ যায়নি বিতর্ক। হর্ষিত রানার ফুলটস বলে বিরাট কোহলির আউট হওয়া বলটি নো বল ছিল কিনা তা নিয়ে শুরু হয়েছে জোক বিতর্ক।
কলকাতা: আরসিবির বিরুদ্ধে কেকেআরের রুদ্ধশ্বাস জয়ে বাদ যায়নি বিতর্ক। হর্ষিত রানার ফুলটস বলে বিরাট কোহলির আউট হওয়া বলটি নো বল ছিল কিনা তা নিয়ে শুরু হয়েছে জোক বিতর্ক। থার্ড আম্পায়ার নো বল না দেওয়ায় মাঠে মাথা গরম করতে দেখা যায় কোহলিকে। বিরাট ফ্যানেরাও আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারছেন না। কী কারণে বিরাট কোহলির বলটি নো দেওয়া হল না? জেনে নিন নিয়ম।
ঠিক কী ঘটেছিল: তৃতীয় ওভারে হর্ষিত রানার স্লোয়ার ফুলটস বলে ক্যাচ আউট হন কোহলি। বিরাট দাবি করেন সেই বল তাঁর কোমড়ের উপর ছিল। কোহলির দাবির পর থার্ড আম্পায়ার করা হয়। তবে থার্ড আম্পায়ার দেখে আউটের সিদ্ধান্ত নেন। মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন কোহলি। মাঠ ছাড়ার সময়ও বিরক্তি প্রকাশ করেন। ডাগআউটে বসেও কোহলি বারবার নিজের আউট নিয়ে কথা বলতে থাকেন।
advertisement
কী বলছে নিয়ম: এবার আইপিএলের কোমড়ের উপর ফুলটস বলে আউট দেখার জন্য একটি নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যেখানে প্লেয়ারের উচ্চতার মাপ প্রযুক্তির কাছে দেওয়া রয়েছে। সঙ্গে বলের উচ্চতাও মাপবে ওই প্রযুক্তি। ব্যাটার ফুলটস বলটি কোথায় খেলছেন, তা যদি সরাসরি কোমড়ের উপর হয় তাহলে আউট। তবে বল যদি নীচু হতে থাকে তাহলে ওই প্রযুক্তি মাধ্যমে তা বোঝা যাবে। পপিম ক্রিজের ভিতর যখন বল প্রবেশ করবে তখন প্রযুক্তির মাধ্যমে বলের উচ্চতা দেখা হবে। তখন সেই উচ্চতা ব্যাটারের কোমড়ের থেকে বেশি না কম তা দেখে নো বল বা ন্যায্য় ডেলিভারি বিবেচনা করা হবে।
advertisement
advertisement
According to the 3rd umpire, Virat Kohli was outside his crease.
– It’s a fair delivery or a No Ball according to you? pic.twitter.com/GkESFX73Nj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 21, 2024
advertisement
কোহলি এদিন হর্ষিত রানার বলে যখন ব্যাট করছিলেন পপিং ক্রিজের অনেকটা বাইরে ছিলেন। ফলে কোহলি যেখানে বল ব্যাটে সংযোগ হয় তখন কোহলির মনে হয় তা নো বল ছিল। কিন্তু প্রযুক্তির মাধ্যমে যখন দেখা হয় তখন বোঝা যায় বল যখন পপিং ক্রিজের ভিতরে প্রবেশ করছে তখন তা কোহলির কোমড়ের উচ্চতার থেকে নীচে। সেই কারণেই আম্পায়ারের সিদ্ধান্ত সঠির সিদ্ধান্তই ছিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2024 10:24 PM IST