হোম /খবর /খেলা /
একেই বলে কপাল! ৪৯ টাকা খরচ করে কোটিপতি লরি চালক! এক রাতে ঘুরে গেল ভাগ্যের চাকা

একেই বলে কপাল! ৪৯ টাকা খরচ করে কোটিপতি লরি চালক! এক রাতে ঘুরে গেল ভাগ্যের চাকা

Truck driver crorepati in dream 11: লটারির টিকিট কেটে তিনি কোটিপতি হননি। বরং ৪৯ টাকা খরচ করে মগজের লড়াই তাঁকে কোটিপতি করল।

  • Share this:

কলকাতা: এক রাতে ঘুরে গেল ভাগ্যের চাকা। মাত্র ৪৯ টাকা খরচ করেছিলেন ট্রাক চালক। তাতেই জীবন বদলে গেল। না, লটারি নয়। মাথা লাগিয়ে এই কাজ করেছেন তিনি।

প্রায়ই কষ্টার্জিত অর্থের গল্প শোনা যায়। কিন্তু ভাগ্যক্রমে যারা কোটিপতি হন, তাদের গল্পও এখন শোনা যায়। ট্রাক চালক শাহাবুদ্দিনের প্রতি ভাগ্য এতটাই সদয় ছিল যে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন।

শাহাবুদ্দিনের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল ফ্যান্টাসি অ্যাপ ড্রিম ইলেভেন। শাহাবুদ্দিনের মোটেও আশা ছিল না যে তিনি এভাবে কোটিপতি হবেন। ড্রিম ইলেভেনে একটি দল গঠন করেন শাহাবুদ্দিন। রাতারাতি দেড় কোটি টাকা আয় করেছেন তিনি।

আরও পড়ুন- গুজরাতকে হারাতে 'মাস্টার প্ল্যান' সৌরভের, দিল্লিকে জয়ে ফেরাতে মরিয়া 'দাদা'

এখন সবাই শাহাবুদ্দিনের কথা জানার চেষ্টা করছেন। শাহাবুদ্দিন কী করে? শাহাবুদ্দিন কোথা থেকে এসেছে? শাহাবুদ্দিনের পরিবারে কে কে আছেন? শাহাবুদ্দিন মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার বাসিন্দা। তিনি পেশায় একজন ট্রাক চালক।

তিনি নিজেই জানান, ট্রাক চালানোই তাঁর পেশা। বর্তমানে তিনি পরিবারের সবাইকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। তাঁর স্বপ্নের কথা জানতে চাইলে তিনি বলেন, এই টাকা দিয়ে নিজের বাড়ি তৈরি করবেন।

বাড়ি বানানোর পর তাঁর কিছু ব্যবসায়িক পরিকল্পনা রয়েছে। শাহাবুদ্দিনের এই টাকা পাওয়ায় তাঁর পরিবারের লোকজনও অবাক।

এখন বলা যাক, কোন ম্যাচে শাহাবুদ্দিন দল বানিয়েছিলেন। কলকাতা ও পাঞ্জাবের মধ্যে আইপিএল ম্যাচে তিনি দল তৈরি করেন। তিনি প্রথম স্থান অধিকার করেন। শাহাবুদ্দিন গত ২ বছর ধরে এই প্ল্যাটফর্মে দল গড়ছিলেন।

আরও পড়ুন- মহিমা, রিয়া থেকে কিম, বারবার সুন্দরীদের সঙ্গে প্রেম পরকীয়ায় জড়ান লিয়েন্ডার

শাহাবুদ্দিনের দলে কারা ছিল! দলে অধিনায়ক ছিলেন আরশদীপ, সহ-অধিনায়ক সিকান্দার রাজা, শিখর ধাওয়ান, ভানুকা রাজাপাকসে, আর গুরবাজ, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, স্যাম করণ, টিম সাউদি এবং রাহুল চাহার।

Published by:Suman Majumder
First published:

Tags: Dream 11, IPL 2023