Kohli vs Sourav: আরও প্রকট সৌরভ-কোহলি 'যুদ্ধ', সামনে এল নতুন একটি ভিডিও

Last Updated:

Kohli vs Sourav: রবিবার রাতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করছিলেন বিরাট কোহলি। এবার পাল্টা দিতে বেশি দেরি করলেন 'ডাকাবুকো' সৌরভ। এবার সামনে এল আরও একটি ভিডিও।

কলকাতা: বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার সময় থেকেই তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল। সেই সময় সম্পর্কের তিক্ততা সামনে এসেছিল। তবে মাঝে বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ায় অনেকেই মনে করেছিল সেই তিক্ততা আর নেই। কিন্তু আইপিএলের মঞ্চে ফের একবার সামনে সৌরভ-বিরাট দ্বন্দ্ব। যা প্রথম নজরে আসে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ শেষে আমনে-সামনে এলেও এলেও করমর্দন পর্যন্ত করেননি দুজন। সামনে এসেছে ম্যাচের মাঝে কোহলির চাউনির ভিডিও। এবার সামনে এল আরও একটি ভিডিও যেখানে কোহলিকে যেন 'ডোন্ট কেয়ার' করে চলে গেলেন সৌরভ।
এবার যে ভিডিওটি সামনে এসেছে সেটি ম্যাচে আগের ভিডিও। সেখানে ম্যাচ শুরুর আগে ব্যাট করতে নামার জন্য তৈরি হয়ে বসে রয়েছেন বিরাট কোহলি। তার সামনে থেকে প্রথম চলে যান সৌরভ। জল খেতে খেতে সৌরভ চলে যান। একবারের জন্যও বিরাট কোহলির দিকে তাকাননি তিনি। যেন খেয়ালই করেননি। এরপর দিল্লি ক্যাপিটালসের অন্যান্য ক্রিকেটার ও কোচিং স্টাফরা যখন বিরাট কোহলির সামনে থেকে যান অনেকেই দাঁড়িয়ে পড়েন, কেউ কোহলিকে দেখে হাসেন, কেউ কথা বলেন। এই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তে মধ্যে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা বলছেন এই ভিডিও আরও একটি প্রমাণ সৌরভ-কোহলি দ্বন্দ্বের।
advertisement
advertisement
প্রসঙ্গত, শুধু মাঠেই নয়, সৌরভ-বিরাট সম্পর্ক এতটাই তলানিতে পৌছেছে যে ইনস্টাগ্রামে একে-অপরকে আনফলো করে দিয়েছেন বিরাট কোহলি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া জুড়েও এখন সৌরভ-বিরাট বিতর্ক। রবিবার রাতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করছিলেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে বর্তমানে ২৭৬ জনকে ফলো করেন বিরাট। এত দিন সেই তালিকায় ছিলেন সৌরভও। এরপর পাল্টা দিতে বেশি দেরি করলেন 'ডাকাবুকো' সৌরভ। সোমবার বেলা গড়াতেই চোখে পড়ে সৌরভও বিরাট কোহলিকে আনফলো করে দিয়েছেন। ইনস্টাগ্রামে এ ১০৬ জনকে ফলো করেন সৌরভ। সেই তালিকায় বিরাট কোহলি নেই।
বাংলা খবর/ খবর/খেলা/
Kohli vs Sourav: আরও প্রকট সৌরভ-কোহলি 'যুদ্ধ', সামনে এল নতুন একটি ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement