হায়দরাবাদ: বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরি ও ফ্যাফ ডুপ্লেসির অধিনায়কোচিত ইনিংস। দুইয়ের সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অনবদ্য জয় পেল রয়্যাল চ্যাসেঞ্জার্স ব্যাঙ্গালোর। হায়দরাবাদের দেওয়া ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ম্যাচ জেতে আরসিবি। এই জয়ের ফলে প্লে অফের ওঠার লড়াইয়ে টিকে থাকল ব্যাঙ্গালোর। অরেঞ্জ আর্মির বিরুদ্ধে জয়ের ফলে ১৩ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল আরসিবি।
ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সানরাইজার্সের। ২৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ। সেখান দলকে একার হাতে টানেন হেনরিক ক্লাসেন। এডেন মার্করামের সঙ্গে ৭৬ ও হ্যারি ব্রুকের সঙ্গে ৭৪ রানের পার্টনারশিপ করেন ক্লাসেন। আক্রমণাত্মক ইনিংস খেলে নিজের শতরান পূরণ করেন সানরাইজার্স তারকা। ৫১ বলে ১০৪ রান করে আউট হন ক্লাসেন। ৮টি চার ও ৬টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে হায়দরাবাদ।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারকাটারি ইনিংস খেলতে শুরু করেন আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তারা। ়ফের একবার এই মরসুমে শতরানের পার্টনারশিপ করেন ডুপ্লেসি ও কোহলি। অর্ধশতরান করেন আরসিবি অধিনায়ক। অপরদিকে এদিন বিদ্ধংসী মেজাজে ছিলেন কোহলি। আইপিএল কেরিয়ারে নিজের ষষ্ঠ শতরান পূরণ করেন বিরাট কোহলি। ৬২ বলে শতরান করেন তিনি।
আরও পড়ুনঃ Virat Kohli Century: আইপিএলে সেঞ্চুরির সিংহাসনে কিং কোহলি, ১০০ রানের বিরাট ইনিংসে বেঁচে থাকল আরসিবি
এই শতরানের সৌজন্যে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারী ক্রিস গেইলকে ছুলেন বিরাট কোহলি। দুজনেরই শতরান সংখ্যা ৬। ১৭২ রানের পার্টনারশিপ করার পর প্রথম উইকেট পড়ে আরসিবি। ১০০ করে সাজঘরে ফেরন কোহলি। পার্টনারশিপ ভাঙার পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি ডুপ্লেসিও। তিনিও ৭১ রান করে সাজঘরে ফেরেন। যদিও ততক্ষণে দলের জয় নিশ্চিৎ হয়ে গিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল ৫ ও মাইকেল ব্রেসওয়েল ৪ রানের অরাজিত থাকেন। ৪ বল বাকি থাকতে ৮ উইেটে জেতে আরসিবি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2023, RCB vs SRH, Royal Challengers Bangalore, Sunrisers Hyderabad, Virat Kohli