MI vs RCB: ওয়াংখেড়েতে রোহিত-কোহলি দ্বৈরথ, মুম্বইয়ের বদলা না ফের জয় আরসিবির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MI vs RCB: আজ ওয়াখেড়েতে মুখোমুখি আইপিএলের ইতিহাসের দুই অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বি দল মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে রাস্তা মসৃণ রাখতে হলে এই ম্যাচ থেকে জয় দরকার দুই দলের।
মুম্বই: আজ ওয়াংখেড়েতে মুখোমুখি আইপিএলের ইতিহাসের দুই অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বি দল মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিশেষ করে রোহিত শর্মা বনাম বিরাট কোহলির ফাইট দেখার জন্য এই ম্যাচ বরাবরই আলাদা মাত্রা পেয়ে থাকে। এবাও তার ব্যতিক্রম নয়। আইপিএল ২০২৩-এ প্রথম পর্বের সাক্ষাতে মুম্বইকে এক তরফ ম্যাচে উড়িয়ে দিয়েছিল আরসিবি। এবার ঘরের মাঠে সেই হারে বদলা নেওয়া সুযোগ ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের।
বর্তমানে আইপিএল পয়েন্ট তালিকায় ৪ নম্বর থেকে ৮ নম্বর মোট ৫টি দলের পয়েন্ট ১০ ম্যাচে। সেই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে আরসিবি ও অষ্টম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে ও সহজ রাখতে হলে এই ম্যাচ থেকে জয় দরকার উভয় দলেরই। মঙ্গলবারের ম্যাচে যে দল হারবে তাদের প্লে অফে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হবে। ফলে ওয়াংখেড়েতে আজ আরও এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement
শেষ ম্যাচে দিল্লির কাছে হারের মুখ দেখতে হয়েছিল আরসিবিকে। তবে ব্যাটিং লাইনে ফাফ ডুপ্লেসি ও বিরাট রোহলির ফর্ম বড় শক্তি ব্যাঙ্গালোরের। কিন্তু ম্যাক্সওয়েলের পর বাকি ব্যটিং লাইনের ধারাবাহিকতার অভাব রয়েছে। শেষ ম্যাচে মাহিপাল লোমর বড় রান পাওয়া স্বস্তিতে আরসিবি টিম ম্যানেজমেন্ট। বোলিং লাইনে মহম্মদ সিরাজ, হার্শল প্যাটেল ও ওয়ানিন্দু হাসরঙ্গা ভরসা দিলেও বাকি বোলির লাইন তেমন একটা ছন্দে নেই। তবে আজ মুম্বইয়ের ঘরে ঢুকে তাদের হারাতে বদ্ধপরিকর আরসিবি।
advertisement
advertisement
অপরদিকে, সিএসকের বিরুদ্ধেও হেরে আরসিবির ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা, ইশান কিশানদের ব্যাটে রানের খরা বড় চিন্তার কারণ। তবে রানের মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরারার রানের মধ্যে রয়েছেন। আর বোলিং অ্যাটাকেও ধারাবাহিকতার অভাব রয়েছে। তবে আরসিবির বিরুদ্ধে বদলার ম্যাচে ক্যামেরন গ্রিন, পীযুষ চাওলারা নিজেদের সেরাটা দিতে ও জয়ে ফিরতে বদ্ধপরিকর।
advertisement
আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে যখনই একে অপরের মুখোমুখি হয়েছে সেই ম্যাচ আলাদা মাত্রা পেয়েছে। তবে এবারের আইপিএলে দুই দলের শক্তি ও ফর্ম বিচার করলে মুম্বইয়ের থেকে যে ব্যাঙ্গালোর এগিয়ে তা মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে ঘরের মাঠে মুম্বই কতটা শক্তিশালী প্রতিপক্ষ তা ভালো করেই জানে আরসিবি। তবে অ্যাডভান্টেজ থাকছে ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলিদের দিকেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 1:49 PM IST