Kohli Gambhir Fight: কোহলি ও গম্ভীরের মধ্যে ৪৫ মিনিটের আড্ডা, সামনে এল অবাক করা তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023, RCB vs LSG, Virat Kohli vs Gautam Gambhir Again, Virat Kohli Vs Gautam Gambhir, Kohli vs Gambhir War, Kohli Gambhir Fight, Virat Kohli, Gautam Gambhir, IPL 2023, RCB vs LSG, বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর, কোহলি বনাম গম্ভীর
বেঙ্গালুরু: গত পয়লা মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ শেষে নজিরবিহীন ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। একে অপরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, তেড়ে যাওয়া থেকে আঙুল তুলে কথা কোনও কিছুই বাদ যায়নি দুই তারকার বিবাদে। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায় ভারতীয় ক্রিকেটে। উত্তাল হয় সোশ্যাল মিডিয়াও। ঝামেলার পরও ড্রেসিং রুমে বিরাট কোহলি, ট্যুইটারে গৌতম গম্ভীর নাম না করে ইঙ্গিতবহ পোস্টে জারি রেখেছেন ‘ঠাণ্ডা যুদ্ধ’।
এবার ঘটনার পর সাত দিন কেটে যাওয়ার পর সামনে এল বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিষয়ে সামনে এল নতুন তথ্য। যেখানে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর একে অপরের সঙ্গে ৪৫ মিনিট ক্রিকেটীয় কথা থেকে আড্ডা দিয়েছিলেন বলে জানা যায়। গত ১০ এপ্রিল চিন্নাস্বামীতে আরসিবিকে হারিয়েছিল এলএসজি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সেই ম্যাচের আগেই বিরাট কোহলি, গৌতম গম্ভীর আলোচনায় বসেছিলেন। সঙ্গে ছিলেন লখনউয়ের সহকারি কোচ বিজয় দাহিয়াও। এই তথ্য সামনে আসার পর সকলেই অবাক, এমন সৌজন্যমূক সাক্ষাতের পরও কীভাবে এমন বেনজির ঝামেলায় জড়ালেন দুই তারকা।
advertisement
advertisement
ইতিমধ্যেই আরসিবি ও এলএসজি ম্যাচ শেষে ঝামেলার ঘটনায় বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও নবীন উলল হককে শাস্তি দিয়েছেন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে নবীন উল হকের। ভবিষ্যতে এমন ঝামেলায় ফের জড়াল আরও কঠিন শাস্তিও হতে পারে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। যদিও বিরাট কোহলি বোর্ডের এই সিদ্ধান্তে যে খুব একটা খুশি নন তা চিঠিয়ে লিখিয়ে জানিয়েছেন। তবে দুই সিনিয়র ক্রিকেটারের এমন আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 12:17 PM IST