Virat Kohli Injury: বিরাট কোহলির চোট, বাদ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে? এল বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Injury: চোটের কারণে আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছে জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়র, কেএল রাহুল। দুর্ঘটনার কারণে নেই ঋষভ পন্থও। এবার আইপিএলে গ্রুপেj শেষ ম্যাচ খেলতে গিয়ে চোট পেলেন বিরাট কোহলি।
বেঙ্গালুুরু: শেষ লগ্নে চলে এসেছে আইপিএল ২০২৩। এরপরই ভারতের সামনে মহারণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। আগামি ৮ জুন থেকে ওভালে শুরু হবে লাল বলের ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার লড়াই। কিন্তু তার আগে ফের চিন্তা বাড়ল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। চিন্তা বাড়ল রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়ের। চোটের কারণে আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছে জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়র, কেএল রাহুল। দুর্ঘটনার কারণে নেই ঋষভ পন্থও। এবার আইপিএলে গ্রুপের শেষ ম্যাচ খেলতে গিয়ে চোট পেলেন বিরাট কোহলি।
রবিবার আইপিএলের ডু অর ডাই ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে ব্যাট হাতে আইপিএলে লাগাতার দুটি শতরান করেন বিরাট কোহলি। সঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারীও হন ভিকে। কিন্তু ফিল্ডিং করার সময় চোট পান তিনি। দেখা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে। তারপর আর ফিল্ডিং করতেও নামেননি বিরাট কোহলি। এর পরই চিন্তা বেড়েছিল ভারতীয় দল ও কোহলি ফ্যানেদের মধ্যে।
advertisement
advertisement
ম্যাচে ফিল্ডিং করার সময় ১৫ তম ওভারে চোট পান বিরাট কোহলি। গুজরাত টাইটান্সের বিজয় শংকররের ক্যাচ দৌড়ে গিয়ে ড্রাইভ মেরে ধরেন বিরাট কোহলি। অনবদ্য ক্যাচে বিজয় শংকরকে প্যাভেলিয়নে ফেরালেও হাঁটুতে চোট পান বিরাট কোহলি। সঙ্গে সঙ্গে মাঠে আরসিবির ফিজিও এসে কোহলির প্রাথমিক চিকিৎসা করেন। তারপর মাঠ ছাড়েন বিরাট কোহলি। তবে কোহলির চোট খুব গুরুতর নয় বলেই জানিয়েছেন আরসিবির কোচ সঞ্জয় বাঙ্গার। তিনি বলেছেন, ‘হ্যাঁ, ওর হাঁটুতে সামান্য সমস্যা রয়েছে। তবে আমি মনে করি না ওটা খুব মারাত্মক’। জানা গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারতে ২-১ দিনের মধ্যেই লন্ডন উড়ে যাবেন কোহলি।
advertisement
প্রসঙ্গত, গুজরাতের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৭ রান করে আরসিবি। ৬১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে পাল্টা শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে সহজেই জয় পায় গুজরাত টাইটান্স। ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন গিল। গুরাতের জয়ে আরসিবির আইপিএল জয়ের স্বপ্ন এবারও অধরাই থেকে গেল। গ্রুপ থেকেই বিদায় নিতে হল কোহলি, ডুপ্লেসিদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 2:06 PM IST