Dhoni vs Jadeja: প্লে অফের আগে ধোনি-জাদেজার ঝামেলা! একটি ভিডিও ও জাড্ডুর ট্যুইট উস্কে দিচ্ছে জল্পনা

Last Updated:

Dhoni vs Jadeja: ফাটল দেখা দিয়েছে ধোনি ও রবীন্দ্র জাদেজার সম্পর্কে। কারণ দিল্লি ম্যাচ শেষে একটি ভিডিও ও তারপর রবীন্দ্র জাদেজার করা একটি ট্যুইট ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।

চেন্নাই: আইপিএল ২০২৩-এর প্লে অফে দ্বিতীয় দল হিসেবে জায়গা পাকা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম প্লে অফে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে এমএস ধোনির দল। কিন্তু সেই ম্যাচের আগে নতুন করে কী কোনও সমস্যা তৈরি হয়েছে সিএসকের অন্দরে? ফাটল দেখা দিয়েছে ধোনি ও রবীন্দ্র জাদেজার সম্পর্কে। কারণ দিল্লি ম্যাচ শেষে একটি ভিডিও ও তারপর রবীন্দ্র জাদেজার করা একটি ট্যুইট ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
সিএসকের গ্রুপের শেষ ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ম্যাচ শেষে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়র ভাইরাল হয়। যাকে ঘিরেই তৈরি যাবতীয় প্রশ্ন। কারণ ভিডিওতে দেখা যায় ম্যাচ শেষে সাজঘরে যাওয়ার পথে জাদেজাকে কিছু বোঝানোর চেষ্টা করছেন ধোনি। সিএসকে অধিনায়ককে দেখে বেশ উত্তেজিতই দেখায়। কিন্তু জাদেজা ধোনির বক্তব্য কিছুতেই মানতে চাইছেন না। ২ বার ধোনিকে থামিয়ে পাল্টা কিছু বলেন। এরপর দুজনেই আলাদা হয়ে সাজঘরে ফিরে যান।
advertisement
advertisement
advertisement
অনেকেই ভেবেছিলেন মাঠের ঝামেলা হয়তো মাঠেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু জাদেজার একটি ট্যুইট জল্পনা আরও উস্কে দিয়েছে। সিএসকের অলরাউন্ডারের ইঙ্গিতবহ ট্যুইটে বোঝানোর চেষ্টা করেন সকলকেই কর্মফল ভোগ করতে হবে। ট্যুইটে জাদেজা লেখেন, ‘আজ না হোক কাল, নিশ্চিত ভাবেই কর্মফল পাবে’। এই ট্যুইট রিট্যুইট করে জাদেজার স্ত্রী পাল্টা লিখেছেন,’নিজের পথেই চলতে থাকো।’ যদিও কাকে উদ্দেশ্য করে জাদেজা এই ট্যুইট করেছেন তা খোলাসা করেননি।
advertisement
ধোনি ও জাদেরা বন্ধুত্ব দীর্ঘ দিনের। এক দশকের বেশি সময় ধরে তারা সতীর্থ। গতবার আইপিএলে ধোনি সিএসকের অধিনায়কত্ব ছেড়ে জাদেজাকে দিয়েছিলেন। কিন্তু খারাপ পারফরম্যান্সের জেরে ৯ ম্যাচ পরেই ফের ধোনিকে ব্যাটন ফিরিয়ে দেওয়া হয়। তা নিয়েও তৈরি হয়েছিল জল্পনা। প্রথমে জানা গিয়েছিল, জাদেজা স্বেচ্ছায় অধিনায়কত্ব ধোনিকে ফিরিয়েছেন। পরে শোনা যায় জাদেজাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর জাদেজা সিএসকে ছাড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। যদিও ধোনি জাদেজাকে বুঝিয়ে দলে রাখতে সফল হন। কিন্তু এবার ধোনির সঙ্গে জাদেজার কোনও বিবাদ লাগল কিনা তা নিয়েউ কৌতুহল সকলের মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Dhoni vs Jadeja: প্লে অফের আগে ধোনি-জাদেজার ঝামেলা! একটি ভিডিও ও জাড্ডুর ট্যুইট উস্কে দিচ্ছে জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement