নতুন 'পাঠান' বেছে নিলেন শাহরুখ খান, এবার কী ভাগ্যের চাকা ঘুরবে কিং খানের

Last Updated:

পাঠান ভেঙে দিয়েছে অনেক রেকর্ড। শুধু বলিউড নয়, শাহরুখও বড় পর্দায় পেয়েছে অভূতপূর্ব সাফল্য। ১০০০ কোটির উপর ব্যবসা করেছে পাঠান। পাঠানের সাফল্যে উচ্ছ্বসিক কিং খান এবার বেছে নিলেন নতুন পাঠানকে।

কলকাতা: লাগাতার মুখ থুবরে পরছিল একের পর এক সিনেমা। মহাসংকটে চলছিল বলিউড। সেই সময় বলিউডকে নতুন 'জীবন' দিয়েছে শাহরুখ খানের পাঠান সিনেমা। 'সঞ্জীবনী' বললেও খুব একটা ভুল হবে না। তাছাড়া কিং খানেরও বিগত কয়েক বছরে রিলিজ করা সিনেমাগুলি আশানরুপ সাফল্য পায়নি। তবে পাঠান ভেঙে দিয়েছে অনেক রেকর্ড। শুধু বলিউড নয়, শাহরুখও বড় পর্দায় পেয়েছে অভূতপূর্ব সাফল্য। ১০০০ কোটির উপর ব্যবসা করেছে পাঠান। পাঠানের সাফল্যে উচ্ছ্বসিত কিং খান এবার বেছে নিলেন নতুন 'পাঠানকে'।
কথা হচ্ছে শাহরুখ খানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের। পাঠানের আগে শাহরুখের ফ্লপ ছবি ও বলিউডের খারাপ অবস্থার মত সময় খারাপ যাচ্ছে কেকেআরেও। ২০১৪ সালে শেষ বার ট্রফি জয়। তারপর আর সাফল্যের দেখা নেই নাইটদের। মাঝে ২০২১ সালে ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। গৌতম গম্ভীরের পর দীনেশ কার্তিক, ইয়ন মর্গানরা অধিনায়ক হলেও ভাগ্য ফেরেনি। গত মরসুমে অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারকে নিয়ে আসা হলেও ফলাফল সেই একই।
advertisement
advertisement
৩১ তারিখ থেকে শুরু হতে চলা আইপিএলের নতুন মরসুমে চোটের কারণে পাওয়া যাবে না শ্রেয়স আইয়রকে। কবে দলে ফিরবেন তা নিয়ে কোনও নিশ্চয়তা না থাকলেও, এটুকু নিশ্চিৎ যে প্রতিযোগিতার প্রথমার্ধে শ্রেয়সকে পাচ্ছে না নাইট। এউ পরিস্থিতিতে দলের নতুন 'পাঠান' অর্থাৎ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে কেকেআরের দীর্ঘ দিনের অভিজ্ঞ ক্রিকেটার নীতিশ রানাকে। ২০১৮ থেকে কেকেআরে খেলছেন নীতিশ। চরম সঙ্কটের মুহূর্তে তার উপরই আস্থা রেখেছে কিং খানের দল। এবার দেখার তিনিও 'পাঠান' হয়ে সাফল্য এনে দিতে পারেন কিনা।
advertisement
নীতিশ রানাকে অধিনায়ক করার প্রধান করান হল তিনি দলের নিয়মিত সদস্য। ২০১৮ থেকে প্রতি মরসুমেই কম-বেশি ধারাবাহিকভাবে রান করেছেন। পার্ট টাইম অফ স্পিন বোলিংও করে থাকেন তিনি। আর প্রতিযোগিচার দ্বিতীয়ার্ধে যদি শ্রেয়স আইয়র দলে ফেরে তাহলে তাকে অধিনায়কত্ব থেকে সরাতে খুব একটা সমস্যা হবে না। তবে এই সুযোগকেই কাজে লাগাতে মুখিয়ে রয়েছেন নীতিশ। সীমিত সুযোগে যদি খুব ভালো কিছু রেজাল্ট এনে দিতে পারেন তাহলে পাকাপাকি অধিনায়কত্বের সিংহাসনের দাবিদার হয়ে উঠবেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নতুন 'পাঠান' বেছে নিলেন শাহরুখ খান, এবার কী ভাগ্যের চাকা ঘুরবে কিং খানের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement