MI vs GT Qualifier 2: লক্ষ্য ফাইনালের টিকিট, তৈরি মুম্বই ও গুজরাতের মাস্টারপ্ল্যান, মোদির মাঠে আজ মহারণ

Last Updated:

MI vs GT Qualifier 2: ২৮ তারিখ আইপিএলের ২০২৩-এর মেগা ফাইনালে কোন দল এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে তা নির্ধারন হবে শুক্রবার। মুম্বই ও গুজরাতের মধ্যে সেয়ানে সেয়ানে টক্কর দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

আহমেদাবাদ: ২৮ তারিখ আইপিএলের ২০২৩-এর মেগা ফাইনালে কোন দল এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে তা নির্ধারন হবে শুক্রবার। একদিকে সিএসকে কাছে প্রথম কোয়ালিফায়ারে হারের পর ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ হার্দিক পান্ডিয়ার দলের সামনে। অপরদিকে লখনউকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে সেয়ানে সেয়ানে টক্কর হবে সে কথা বলার অপেক্ষা রাখে না।
তবে ঘরের মাঠ দ্বিতীয় কোয়ালিফায়ার হলেও সিএসেকের একটা হার অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। আর ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল ষষ্ঠবার ট্রফি জয়ের যুযোগের এত কাছে এসে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভালো করেই জানে গুজরাত। সবথেকে বড় শক্তি মুন্বইয়ের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতায়। তাই চেন্নাই ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিয়ে ঘরের মাঠে সেরা ক্রিকেট উপহার দিতে বদ্ধপরিকর হার্দিক ব্রিগেড।
advertisement
গুজরাত দলের ব্যাটিং চেন্নাই ম্যাচে ক্লিক না করলেও শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, বিজয় শংকররা রানের মধ্যে রয়েছে। সিএসকে ম্যাচকে একটা খারাপ দিন হিসেবেই দেখতে চাইছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পাশাপাশি বোলিংয়ে দলকে ভরসা দিচ্ছে ন মহম্মদ শামি, রাশিদ খান, নুর আহমেদরা। সঙ্গে রয়েছে মোহিত শর্মাও। সব মিলিয়ে টানা দ্বিতীয় ট্রফি জয়ের লক্ষ্যে রোহিতের দলকে চ্যালেঞ্জ দিতে তৈরি গুজরাত।
advertisement
advertisement
অপরদিকে, প্রতিযোগিতার শেষে এসে স্পিড বাড়িয়েছে মু্ম্বইও। লখনউয়ের বিরুদ্ধে একতরফা জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ষষ্ঠ ট্রফি জয় থেকে আর দু ধাপ দুরে মুম্বই। এখান থেকে কোনওভাবে সেই সুযোগ হাতছাড়া করতে নারাজা রোহিত শর্মার দল। যে ধারাবাহিকতা ও দলের সঠিক কম্বিনেশনের অভাবে ভুগছিল মুম্বই তা শেষ লগ্নে এসে পেয়ে গিয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা।
advertisement
মুম্বই দলের ব্যাটিংয়ে রোহিত শর্মা ও ইশান কিশান নিজের সেরা ফর্মে না থাকলেও ব্যাটে আগুন ঝরাচ্ছেন সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরা, তিলক ভর্মারা। শেষে প্রাক্তনী পোলার্ডের কাজটা করছেন টিম ডেভিড। বোলিংয়ে আকাশ মাধওয়াল বড় অস্ত্র হয়ে উঠেছে রোহিতের। পীযুষ চাওলাও ছন্দে রয়েছেন। এছাড়া দলগতভাবে বোলিং করছেন জেসন বেহরনড্রফ, ক্যামেরন গ্রিন, ঋত্ত্বিক শকিন, ক্রিস জর্ডানরা। ফাইনালে আরও একবার সিএসকের মুখোমুখি হতে প্রস্তুত মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
খাতায় কলমে বিচার করলে দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। দুই দলের ব্যাটিং বিভাগের শক্তির বিচার করলে কিছুটা এগিয়ে রোহিত শর্মা দল। তবে বোলিং অ্যাটাকের তুলনা করলে শামি, রাশিদ, নুর, মোহিত সমৃদ্ধ গুজরাতের বোলিং অ্যাটাককে মুম্বইয়ের থেকে এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আহমেদাবাদে হার্দিকদের ঘরের মাঠে হলেও ম্যাচ ৫০-৫০। আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MI vs GT Qualifier 2: লক্ষ্য ফাইনালের টিকিট, তৈরি মুম্বই ও গুজরাতের মাস্টারপ্ল্যান, মোদির মাঠে আজ মহারণ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement