Poila Baisakh: নাইটদের জন্য পয়লা বৈশাখে স্পেশাল বাঙালি ভুরিভোজ, দেখলে জিভে জল আসবে আপনারও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Poila Baisakh:পয়লা বৈশাখ উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় শনিবার সকালেই ভিডিও শেয়ার করে সকলকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো হয়ে কলকাতা নাইট রাইডার্সের তরফে। সঙ্গে নাইটদের জন্য আয়োজন করা হয় ভুরিভোজের।়
কলকাতা: যতই খেলার চাপ থাক না কেন, পয়েন্ট টেবিলের ওঠা-নামা থাক না কেন, বাংলা ও বাঙালির বিভিন্ন উৎসব, সংস্কৃতি, রীতির সঙ্গে একাত্ম হয়ে থাকে কলকাতা নাইট রাইডার্স। তা সে দুর্গা পুজো, দীপাবলী হোক আর পয়লা বৈশাখ। বিশেষ দিনগুলিতে বিশেষ উদ্যোগ ও ফ্যানেদের শুভেচ্ছা, ভালোবাসা জানাতে ভুল করে না কেকেআর। এবারও বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয় নাইটদে পক্ষ থেকে। শুভেচ্ছা জানারো পাশাপাশি চলে ভুরিভোজ।
পয়লা বৈশাখ উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় শনিবার সকালেই ভিডিও শেয়ার করে সকলকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো হয়ে কলকাতা নাইট রাইডার্সের তরফে। সেই ভিডিওতে দেখা যায় কেকেআর অধিনায়ক নীতিশ রানা, এবার আইপিএলে দুরন্ত ফর্মে থাকা রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়রকে। সকলেই হাত জোর করে বাংলায় ফ্যানেদের ও গোটা বাংলাকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানান।
advertisement
𝘈𝘴𝘩𝘢 𝘬𝘰𝘳𝘪 𝘢𝘱𝘯𝘢𝘥𝘦𝘳 𝘕𝘰𝘣𝘰𝘣𝘰𝘳𝘴𝘩𝘰 𝘴𝘶𝘣𝘩𝘰 𝘩𝘰𝘬! 💜@NitishRana_27 | @rinkusingh235 | @venkateshiyer | #BengaliNewYear | #AmiKKR pic.twitter.com/OECC0ZLIkL
— KolkataKnightRiders (@KKRiders) April 15, 2023
advertisement
এরপর আরও একটি ভিডিও সামনে এসে যেখানে কেকেআর তারকাদের জন্য এলাহি ভুরিভোজের আয়োজন করা হয়। অবশ্যই সব বাঙালি পদ। মধ্যাহ্ন ভোজে কব্জি ডুবিয়ে বাঙালি খাবার খান সকল নাইটরা। ভিডিওতে দেখা যায় কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর সহ অন্যান্যদের। প্রথমে সকলের কাছে জানতে চাওয়া কে কোন খাবার খেতে চান। কেউ বলেন চিংড়ির মালাইকারি, কেউ বলেন কষা মাংস আবার কেউ বলেন ভেটকির পাতুরি।
advertisement
তবে ভিডিওতে দেখা যায় যে কোনও একটি পদ নয়, কেকেআর প্লেয়ারদের জন্য স্পেশাল বাঙালি থালির আয়োজন করা হয়েছে। নাইটদের মেনুতে ছিল সাদা ভাত, লুচি, মুগ ডাল, মাছ ভাজা, বেগুন ভাজা, স্যালাড, শুক্তো, নিরামিষ তরকারি, ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, মুরগির ঝোল, পাঁঠার মাংস, চাটনি, পায়েস, মিষ্টি দই। এমন সুস্বাদু খাবার চেটে-পুটে উপভোগ করেন কেকেআর প্লেয়াররা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2023 9:46 PM IST