হোম /খবর /খেলা /
এক ম্যাচ হেরেই দিশেহারা কেকেআর? আরসিবি ম্যাচে দলে হতে পারে বড় পরিবর্তন

KKR vs RCB: এক ম্যাচ হেরেই দিশেহারা কেকেআর? আরসিবি ম্যাচে দলে হতে পারে বড় পরিবর্তন

কেকেআর

কেকেআর

KKR vs RCB: প্রথম ম্যাচ হারের পর নাইটদের ব্যাটিং-বোলিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখে পড়েছে অধিনায়ক নীতিশ রানার অধিনায়কত্ব। ফলে ৬ তারিখ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে নামার আগে চাপে রয়েছে কোচ চন্দ্রকান্ত পন্ডিতের দল।

  • Share this:

কলকাতা: নতুন অধিনায়ক ও নতুন কোচের অধীনে জয় দিয়ে আইপিএল ২০২৩ মরসুম শুরু করতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে ৭ রানে হারতে হয়েছে কেকেআরকে। তবে প্রথম ম্যাচ হারের পর নাইটদের ব্যাটিং-বোলিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখে পড়েছে অধিনায়ক নীতিশ রানার অধিনায়কত্ব। ফলে ৬ তারিখ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে নামার আগে চাপে রয়েছে কোচ চন্দ্রকান্ত পন্ডিতের দল।

এখনও পর্যন্ত যা খবর দ্বিতীয় ম্যাচের নামার আগে দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে তা নিয়ে সংশয়ে রয়েছে কেকেআর টিম ম্যানেজম্যান্ট। ইতিমধ্যেই প্রথম একাদশে একাধিক পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় কেকেআরের তরফ থেকে শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে নারায়ণ জগদীশান অনুশীলনে একের পর এক বাউন্ডারি মারছেন। অবলীলায় খেলছেন পেসারদের। ভিডিও শেয়ার করে কেকেআরের তরফে ক্যাপশনে লেখা হয়েছে নারায়ণ জগদীশানের জন্য তৈরি থাকুন।

প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না এন জগদীশান। যা নিয়ে প্রশ্নও উঠেছিল। কারণ গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে স্বপ্নের ফর্মে ব্যাট করেছেন জগদীশান। টানা ৫টি শতরান করেছিলেন। এর আগে সিএসকেতে ছিলেন জগদীশান। কিন্তু খুব একটা সুযোগ পাননি। আইপিএল ২০২৩-এর নিলামে তাকে দলে নেয় কেকেআর। সুযোগ আসলে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন এন জগদীশান।

আরও পড়ুনঃ Indian Railways: ভারতে প্রথম ট্রেন যাত্রা কবে, কোন স্টেশনে থেকে কোথায় গিয়েছিল, যাত্রী ছিল কারা

প্রসঙ্গত, কলকাতা নাইটরাইডার্সের পরবর্তী ম্যাচ ৬ তারিখ। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইডেন গার্ডেন্সে দীর্ঘ দিন পর খেলবে কেকেআর। ২০১৯ সালের পর আর ইডেনে হয়নি আইপিএলে কেকেআের ম্যাচ। কেকেআর বনাম আরসিবি ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে ক্রিকেট প্রেমিদের মধ্যে। তবে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে কেকেআরের প্রথম একাদশ কী হয় সেটাই দেখার।

Published by:Sudip Paul
First published:

Tags: Eden Gardens, IPL 2023, KKR vs RCB, Kolkata Knight Riders, RCB